সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের নিকট থেকে হাফ ভাড়া না নেয়াকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদ এবং বিক্ষোভ করে। ভাড়াকে কেন্দ্র করে পরিবহনের হেলপারের দ্বারা হেনস্তার শিকার হয় শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে আন্দোলন শুরু করেছে এবং এই দাবিতে আল্টিমেটামও দিয়েছে। এবার এই বিষয়ে মন্তব্যে করেছেন সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
গণপরিবহনে ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়া চালুর যে দাবি উঠেছে তা বাস্তবায়ন করা উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, যে দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন তার যৌক্তিকতা অবশ্যই আছে। পার্শ্ববর্তী দেশ ভারতসহ অনেক দেশেই সরকার শিক্ষার্থীদের নানা সুবিধা দিয়ে থাকে। তাহলে আমরা দিচ্ছি না কেন? আমি মনে করি, শিক্ষার্থীরা যে দাবি তুলেছেন তা বাস্তবায়ন করা উচিত যোগ করেন তিনি।
এদিকে বাংলাদেশ যাত্রী কল্যান সমিতির সেক্রেটারি জেনারেল মোজাম্মেল হক চৌধুরী বলেন, স্বল্প দূরত্বের জন্যও সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বাসের ভাড়া এখন তিন থেকে চার গুণ বেশি। গণপরিবহন ব্যবস্থা নিম্ন ও মধ্যবিত্ত আয়ের যাত্রীদের জন্য ভাড়া এখন অনেক বেশি।
উল্লেখ্য, বাসে অর্ধেক ভাড়া ও বাস কর্মীদের হয়রানি বন্ধের দাবিতে গত সপ্তাহ থেকে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছে।