গত ২ অক্টোবার মা/দ/ক কান্ডে গ্রে/ফ/তা/র হয়েছে বলিউডের বাদশাহ খ্যাত অভিনেতা শাহরুখ পুত্র আরিয়ান খান। তাকে গ্রে/ফ/তা/রে/র সময় এক ব্যক্তি সেলফি তুলেছে তার সঙ্গে। এই নিয়ে বেশ বির্তকের সৃষ্টি হয়েছে। বির্তকের জের ধরে সেই ব্যক্তির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল মহারাষ্ট্রের পুনে শহরের পু/লি/শ। এবং এনসিবিও জানালো সেলফি প্রসঙ্গে বেশ কিছু কথা।
শাহরুখ পুত্রের গ্রে/ফ/তা/র হওয়ার খবর প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। এক ব্যক্তিকে তার সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে। দাবি করা হয় ছবিতে আরিয়ানের সঙ্গে যে ব্যক্তিকে হাসিমুখে সেলফি তুলতে দেখা যাচ্ছে তিনি নাকি এনসিবি-র কর্মী। এ নিয়ে সমালোচনার মধ্যেই এনসিবি বিবৃতি দিয়ে জানাতে বাধ্য হয়, ওই ব্যক্তির সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এবার সেলফি তোলা ব্যক্তির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল মহারাষ্ট্রের পুনে শহরের পু/লি/শ।
বৃহস্পতিবার তারা জানিয়েছে, ওই ব্যক্তির নাম কিরণ পি গোসাভি। গত ৩ অক্টোবর বিকেলে মুম্বাই থেকে গোয়াগামী যে প্রমোদতরীর মা/দ/ক পার্টি থেকে আরিয়ানকে ধরা হয় বলে অভিযোগ, সেখানে কিরণও ছিলেন। বস্তুত তাকেই আরিয়ানদের বিরুদ্ধে অন্যতম পক্ষপাতহীন সাক্ষী হিসেবে ভেবে রেখেছিল মাদক নিয়ন্ত্রক সংস্থা এনসিবি। আরিয়ানের মামলায় সাক্ষী হিসেবে যে ন’জনের নাম এনসিবি করেছিল, কিরণ ছিলেন তাদের একজন।
পুনে পু/লি/শ আরো জানিয়েছে, কিরণ এখন প/লা/ত/ক। তিনি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, তাই তার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করা হয়েছে। যদিও কিরণের বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশটি ২০১৮ সালের একটি প্র/তা/র/ণা মামলায়। বি/জে/পি কর্মী বলে পরিচিত কিরণ বছর তিনেক আগে বিদেশে চাকরি দেওয়ার নামে টাকা আ/ত্ম/সা/ৎ করেছিলেন বলে অভিযোগ। পরে সেই চাকরি হয়নি। টাকাও ফেরৎ দেননি কিরণ। সেই মামলার সূত্রে ‘লুক আউট’ নোটিশ জারি করা হয়েছে কিরণের বিরুদ্ধে।
আরিয়ান খান গ্রে/ফ/তা/রে/র পর থেকেই শাহরুখ খানও বেশ বিপাকে পরেছে। তবে বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী এবং চলচ্চিত্র পরিচালক-প্রযোজক তার পক্ষ নিয়ে পাশে দাঁড়িয়েছে। এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক ধরনের পোষ্টও দিয়েছে। এদিকে শাহরুখ খানের ভক্ত-অনুরাগীরাও তার পাশে আছে বলে জানিয়েছে।