Saturday , December 14 2024
Breaking News
Home / Entertainment / আমাকে নিতে পারা দেশের পুরুষদের জন্য কঠিন : বিয়ে প্রসঙ্গে চিত্রনায়িকা বাঁধন

আমাকে নিতে পারা দেশের পুরুষদের জন্য কঠিন : বিয়ে প্রসঙ্গে চিত্রনায়িকা বাঁধন

বলা যায়, এই মুহুতে ক্যারিয়ারের সব থেকে সেরা সময় পার করছেন ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধন। আব্দুল্লাহ মোহাম্মদ সাদের নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেছেন তিনি। জানা গেছে, চলতি নভেম্বর মাসে মুক্তি পেতে যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে, এমনটাই প্রত্যাশা অনেকের।

সেই উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক আড্ডায় বাঁধনের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, ক্যারিয়ারে এত সফলতা পাচ্ছেন, প্রেম কিংবা বিয়ের প্রস্তাব পাচ্ছেন না? প্রশ্ন শুনে একগাল হাসি বাঁধনের মুখে। বললেন, ‘আমি এত কথা বলি… তারপরও মনে হয়…।’

সেই হাসিমুখ ধরে রেখেই বাঁধনের উত্তর, ‘আমি যে মানসিক অবস্থায় আছি, সেখান থেকে আমার জন্য এটা কঠিন। আমাকে নিতে পারাও আমাদের দেশের প্রেক্ষাপটে দেশের পুরুষদের জন্য কঠিন হবে।’

তাহলে কি দেশের বাইরের কাউকে? এমন প্রশ্নে বাঁধনের সাবধানি ভাষ্য, ‘এখন আমি ফোকাস করতে চাই কাজে। কারণ, আমার মনে হয়, আমি জীবনই শুরু করেছি মাত্র চার বছর হলো, ৩৪ বছর বয়স থেকে জীবনটা শুরু হয়েছে। এখন আমার ৩৮।’

লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার-আপ হওয়ার মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন আজমেরী হক বাঁধন। এরপর বেশকয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করে দারুন সফলতা পেয়েছেন তিনি। এদিকে ব্যক্তিগত জীবনে দাম্পত্য কলহের জের ধরে ২০১৪ সালে মাশরুর হোসেন সনেটের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নতুন করে আর বিয়ের পিঁড়িতে বসেননি এই অভিনেত্রী। এক মেয়েকে নিয়েই দিন কাটছে তার।

About

Check Also

হাসিনাকে মা ডেকে জমি পায়নি, এবার ড. ইউনূস’কে বাবা ডাকতে রাজি জয়

মা সবসময় সন্তানের আবদার পূরণ করে থাকেন। কখনও সন্তানকে ফিরিয়ে দেন না। এ জন্যই আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *