বাংলাদেশের স্বপ্নের স্থাপনা পদ্মা সেতু। এমনকি দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প এটি। নানা বাঁধা-বিপত্তি অতিক্রম করে নিজস্ব অর্থায়নে এগিয়ে চলছে এই সেতুর কাজ। আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) আওয়ামীলীগ দলের সাধারন সম্পাদক এবং বাংলাদেশের সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এই পদ্মা সেতু উদ্ভাবনের সময় জানালেন।
আগামী বছর (২০২২ সাল) জুনের মধ্যে পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এই সেতু উদ্ভাবনের মধ্যে দিয়ে দেশের দক্ষিনঅঞ্বলের মানুষের জীবন-যাত্রার মান আরও সহজ হয়ে উঠবে। অবশ্যে এই সেতুকে ঘিরে বাংলাদেশের মানুষের আগ্রহের শেষ নেই। এমনকি অধীর আগ্রহের সাথে দেশের মানুষ এই সেতু উদ্ভাবনের অপেক্ষায় রয়েছে।