Thursday , December 12 2024
Breaking News
Home / Countrywide / অবশেষে জানা গেল ইভ্যালিকে নিয়ে কি সিদ্ধান্ত নিল বাণিজ্য মন্ত্রণালয়

অবশেষে জানা গেল ইভ্যালিকে নিয়ে কি সিদ্ধান্ত নিল বাণিজ্য মন্ত্রণালয়

বাংলাদেশের ই-কমার্স সেক্টরে একটি বিষয় নিয়েই হচ্ছে আলোচনা আর সমালোচনা। আর এই প্রতিষ্ঠানের নাম ইভ্যালি। তাদের ব্যবসা পলিসি নিয়ে দেখা দিয়েছে নানা ধরনের সব ধোয়াসা। বিশেষ করে এই প্রতিষ্ঠানটি নিয়ে রয়েছে অনেকের অনেক অভিযোগ। যার ফলে সরকারের বেশ কয়েকটি মন্ত্রনলায় এখন এ নিয়ে করছে নানা ধরনের সব তদন্ত। এ দিকে দেশের ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগের জবাব দিতে প্রতিষ্ঠানটিকে ‘কারণ দর্শানোর সুযোগ’ দেয়া হবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।

তিনি বলেন, ‘গ্রাহকদের কাছ থেকে তারা যেই টাকা নিয়েছে, তা তারা কীভাবে ফেরত দেবে সেই বিষয়ে তাদের ব্যাখ্যা জানতে চাওয়া হবে।’ রবিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া ইভ্যালি, আলেশা মার্টসহ দেশের প্রচলিত সকল ই-কমার্স প্রতিষ্ঠানের কাছে তাদের ব্যবসা পরিকল্পনা চাইবে সরকার, বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব।

দেশে ই-কমার্স সেক্টরের চলমান পরিস্থিতি নিয়ে ই-ক্যাব, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর, প্রতিযোগিতা কমিশন, বাণিজ্য মন্ত্রণালয়ে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার প্রতিনিধি ও ব্যবসা বিষয়ক আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি।

তিনি বলেন, কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার।

কোম্পানিগুলোর ব্যবসায়িক পরিকল্পনা বাংলাদেশের প্রচলিত আইনসিদ্ধ না হলে সেসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। বাণিজ্যসচিব আরও জানান, কোনো ই-কমার্স প্রতিষ্ঠান নতুন গ্রাহকের টাকা দিয়ে পুরানো গ্রাহককে পরিশোধ করতে পারবে না।

বিবিসি বাংলাকে তপন কান্তি ঘোষ জানান, বৈঠকে ইভ্যালি সম্পর্কে যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে তাতে প্রতিষ্ঠানটিকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ‘কারণ দর্শানোর সুযোগ’ দেয়া হবে।

ইভ্যালিকে তাদের বিজনেস প্ল্যান ব্যাখ্যা করার সুযোগ দেয়া হবে সংশ্লিষ্ট একটি কমিটির কাছে। কমিটি যাচাই করবে যে তারা আসলেই ভোক্তাদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দিতে পারবে কিনা।

কমিটি যদি তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট হয় তাহলে প্রয়োজনে তাদের সুযোগ দেবে। কমিটি চাইলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও সুপারিশ করতে পারে।

তবে এ নিয়ে এখনও তেমন কোন ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে না। কারন এ সব বিষয় বেশ সময় সাপেক্ষ বলে সময় লাগবে বলে জানানো হয়েছে মন্ত্রনলায় থেকে।

About Ibrahim Hassan

Check Also

এক কারাগারে চার আওয়ামী লীগ নেতার রহস্যজনক মৃত্যু, সমালোচনা তুঙ্গে

বগুড়া জেলা কারাগারে মাত্র ২৯ দিনের ব্যবধানে চারজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *