Thursday , December 12 2024
Breaking News
Home / Entertainment / অনেকের প্রশ্ন, আমি কেন শাকিব ছাড়া ছবি করি না : বুবলী

অনেকের প্রশ্ন, আমি কেন শাকিব ছাড়া ছবি করি না : বুবলী

ঢাকাই সিনেমার অত্যন্ত জনপ্রিয় ও উদীয়মান অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি। তবে পর্দায় ভক্তদের মাঝে তিনি ‘বুবলি’ নামেই বেশ পরিচিতি পেয়েছেন। শুরুতে অভিনেতা শাকিব খানের বিপরীতে কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এদিকে আগামী ১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছেন গুণী এই নায়িকার নতুন অভিনীত সিনেমা ‘চোখ’। এতে তার সহশিল্পী চিত্রনায়ক নিরব ও রোশান। সিনেমাটি নির্মাণ করেছেন আসিফ ইকবাল জুয়েল।

‘চোখ’ নিয়ে কতটা আশাবাদী বুবলী? উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘আমার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘বীর’। এরপর প্রায় দেড় বছর আমার কোনো ছবি মুক্তি পায়নি। যদিও শাকিব খানের সঙ্গে জুটির বাইরে আমার প্রথম ছবি “ক্যাসিনো”। ছবিটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু করোনা মহামারির কারণে আটকে গেছে। এখন “চোখ” মুক্তি পাচ্ছে। এর মধ্যে হলগুলো খুলছে। স্বাস্থ্যবিধি মেনে দর্শকরা হলে এসে ছবিটি দেখবেন। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে। মানসিকভাবে কিছুটা হলেও প্রাশান্তি দেবে।’

বুবলী আরও জানান ‘চোখ’ খুবই ভালো গল্পের ছবি। যার কারণে করোনার মধ্যেও ঝুঁকি নিয়ে তিনি কাজটি করেছেন।

সিনেমার প্রচারণায় নাকি আপনাকে পাওয়া যাচ্ছে না? উত্তরে বুবলী বলেন, ‘কে বলল। করোনার কারণে এখন কিন্তু সবাই স্যোশ্যাল মিডিয়ায় সরব। আমার ফেসবুক পেজে গেলে দেখতে পাবেন, ছবিটি নিয়ে কি পরিমাণের পোস্ট করা হচ্ছে। তাছাড়া বিভিন্ন গণমাধ্যমেও ছবিটি ঘিরে সাক্ষাৎকার দিচ্ছি। নিজের দায়িত্ববোধ থেকেই এর প্রচারণা চালিয়ে যাচ্ছি। আর প্রযোজনা প্রতিষ্ঠানের আলাদা পরিকল্পনা থাকলে, সেটা নিয়েও কথা বলে একটা সিদ্ধান্ত নেব।’

শাকিবের বাইরে এটা আপনার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হতে যাচ্ছে। এর সাফল্য নিয়ে কতটুকু আত্মবিশ্বাসী? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই শাকিবের সঙ্গে পর পর বেশ কিছু ছবি করেছি। দর্শকরাও আমাকে শাকিবের সঙ্গে দেখেই বেশি অভ্যস্ত। কিন্তু আবার অনেকের প্রশ্ন, আমি কেন শাকিব ছাড়া ছবি করি না। সেই জায়গা থেকেই কাজটি করেছি। শিল্পী হিসেবে সবার সঙ্গে অভিনয় করতে চাই। সবশেষে এটাই বলব, “চোখ’ ভালো গল্পের ছবি, দর্শকের ভালো লাগবে। ছবিটি ঘিরে আমি শতভাগ আশাবাদী।’

 

প্রসঙ্গত, ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেই ভক্তদের মনের মাঝে জায়গা করে নেন শবনম বুবলি। এমনকি এ সিনেমার মধ্য দিয়ে মেরিল-প্রথম আলো পুরস্কারও লাভ করেন তিনি। এই মুহুর্তে সিনেমার কাজে বেশ ব্যস্ত রয়েছেন বুবলী।

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *