Thursday , December 12 2024
Breaking News
Home / Entertainment / অনেকেই আশীর্বাদ করেছেন, সেই কৃতজ্ঞতাবোধ থেকেই কাজটি করি: পরীমনি

অনেকেই আশীর্বাদ করেছেন, সেই কৃতজ্ঞতাবোধ থেকেই কাজটি করি: পরীমনি

বাংলাদেশের রূপালী পর্দার বহুল আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তিনি ২০১৫ সালে “ভালোবাসা সীমাহীন” সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। তার অভিনীত সিনেমার মধ্যে দিয়ে দর্শক মাঝে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। সম্প্রতি একটি নতুন সিনেমা প্রকাশিত হয়েছে। ঐ সিনেমাকে ঘিরে এবং সিনেমার পরিচালককে উদ্দেশ্যে করে এক ভিডিও বার্তা ডিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

মুক্তি পেয়েছে ‘পদ্মাপুরান’ ছবিটি। এই ছবি দিয়ে পরিচালক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হলো রাশেদ পলাশের। মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় ছবির পরিচালককে শুভকামনা জানিয়েছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি। পাশাপাশি ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে সিনেমাপ্রেমী দর্শকদের আহ্বান জানিয়েছেন তিনি। ভিডিওতে পরীমনি বলেছেন, ‘রাশেদ পলাশের একটি ছবিতে আমি কাজ করছি। ছবির নাম ‘প্রীতিলতা’। এখানে প্রায় দুই বছরের জার্নি আমাদের। এই সময়টিতে আমি তাঁর কাছ থেকে শুনেছি, জানতে পেরেছি, ‘পদ্মাপুরান’ সিনেমায় কাজ করতে গিয়ে শিল্পী ও কলাকুশলীদের বড় রকমের ত্যাগ আছে। সে কথা বিবেচনা করে আমাদের সবারই একটা দায়িত্ব আছে, ছবিটির পাশে দাঁড়ানো। ভিডিও বার্তার শেষে গিয়ে তিনি বলেছেন, ‘শুনেছি, এই ছবিতে যিনি প্রধান নারী চরিত্রটি করেছেন, চরিত্রের প্রয়োজনে তাঁর মাথার চুল বিসর্জন দিয়েছেন। একজন বাঙালি নারীর চুল কিন্তু বড় আবেগের জিনিস। সিনেমার জন্য সেই আবেগকে ত্যাগ করেছেন তিনি। এটি কিন্তু কম কথা নয়।’

হলে গিয়ে সিনেমাটি দেখতে তাঁর ভক্ত-দর্শকদের আহ্বান জানিয়ে ভিডিওর আরেক অংশে এই ঢালিউড তারকা বলেছেন, ‘আমার ভক্ত–দর্শকেরাও হলে গিয়ে “পদ্মাপুরান” দেখবেন, সেই প্রত্যাশা। আমরা চাই, দলে দলে দর্শকের অংশগ্রহণে হল ভরে যাক। টিকিট ফুরিয়ে যাক।’ ঢাকার চলচ্চিত্রে অনেক তারকা মুক্তির আগে নিজেদের ছবিরই তেমন প্রচারণায় থাকেন না। আর অন্য নায়ক-নায়িকাদের ছবির প্রচারণা তো দূরের কথা। সেই ক্ষেত্রে পরীমনিকে ব্যতিক্রম দেখা গেল। যোগাযোগ করা হলে এ বিষয়ে পরীমনি বলেন, ‘যেসব পরিচালক, নায়ক-নায়িকারা চলচ্চিত্রে অভিষেক হয়, অনেক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আমি তাঁদের শুভকামনা জানিয়ে থাকি। এর আগে বুবলী, সিয়ামসহ অনেক শিল্পী, পরিচালকদের প্রথম ছবি মুক্তির সময় তাঁদের শুভকামনা জানিয়েছি, ভক্ত–দর্শকদের ছবি দেখতে আহ্বান করেছি। কারণ, চলচ্চিত্রে আমি যখন নতুন আসি, অনেকেই আশীর্বাদ করেছেন, শুভকামনা জানিয়েছেন আমাকে। তা না হলে হয়তো আজ এ জায়গায় এসে পৌঁছাতে পারতাম না। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই কাজটি করি।’

তাঁর প্রত্যাশা, মুক্তির আগে আগে চলচ্চিত্রসংশ্লিষ্ট সবারই ছবির পাশে থাকা উচিত। তাহলে বাংলা সিনেমা এগিয়ে যাওয়ার পথ সহজ হবে। ভিডিওতে ছবিটির শুভকামনা জানিয়ে প্রচারণা করলেও আজ রাতের শোতে নিজেই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন। অনেক দিন পর প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখবেন, জানালেন তিনি। রোমাঞ্চিত পরীমনি বলেন, ‘এই সিনেমাটি দেখার আগ্রহ অনেক আগে থেকেই। অনেক দিন পর হলে গিয়ে দর্শকসারিতে বসে সিনেমা দেখব। আনন্দ লাগছে।’ ২৭ অক্টোবর থেকে তাঁর নতুন ছবি ‘বায়োপিক’-এর শুটিং শুরু করবেন।

সম্প্রতি মা/দ/ক কান্ডে বেশ বির্তিকত হয়েছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এমনকি এই ঘটনাকে ফিরে বেশ কিছু দিন হাজতবাস ও করেছেন তিনি। অবশ্যে বর্তমানে তিনি জামিনে রয়েছেন। এবং নতুন করে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *