Tuesday , July 16 2024
Breaking News
Home / National / হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রওশন, সমুদ্রবিলাসে জি এম কাদের

হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রওশন, সমুদ্রবিলাসে জি এম কাদের

দীর্ঘ দুই মাসেরও অধিক সময় ধরে রাজধাণীর সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তবে তার শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকের পরামর্শে গত শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে একটি ইয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডের নেয়া রওশন এরশাদকে। পরবর্তীতে জানা যায়, থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এই মুহুর্তে সেখানেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি। অথচ এ সময়ে সস্ত্রীক নেতাকর্মীদের নিয়ে সমুদ্রবিলাস করছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। তাদের সুমদ্রবিলাসের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

রোববার (৭ নভেম্বর) বিকেলে জাপার চেয়ারম্যানের সমুদ্রবিলাসের ছবি ফেসবুকে পোস্ট করেন দলটির অতিরিক্ত মহাসচিব রেজাউল করিম ভূইয়া। এরপর থেকে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমালোচনা শুরু হয়। তারা বলছেন, রওশন এরশাদ জাপার শুধু একজন নেতাই নন, তিনি জি এম কাদেরের সম্পর্কে ভাবিও হন। যেখানে পরিবারের একজন সদস্য জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, সেখানে এ সময় কীভাবে তিনি সমুদ্রবিলাসে যান?

যদিও জি এম কাদেরের সঙ্গীদের দাবি, এটি কোনো সমুদ্রবিলাস নয়। দলের চেয়ারম্যান কক্সবাজারে গেছেন সাংগঠনিক সফরে। এর মধ্যে কিছু সময়ের জন্য স্থানীয় নেতাকর্মীরা তাকে সমুদ্র দেখাতে নিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে রেজাউল করিম ভূইয়া বলেন, ‘গতকাল (শনিবার) ঢাকা থেকে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্ব একটি টিম কক্সবাজার জেলায় সাংগঠনিক সফরে আসেন। মূলত আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে এ সফর। ইতোমধ্যে আমার কয়েকটি বৈঠকও করেছি।’

তিনি আরও বলেন, ‘কক্সবাজারের স্থানীয় নেতাকর্মীরা শনিবার বিকেলে স্যারকে সমুদ্র দেখাতে নিয়ে যান। এর বাইরে আর কিছু নয়।’

তবে, নাম প্রকাশে অনিচ্ছুক জাপার এক প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘দেশে ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির ফলে পরিবহন ধর্মঘট দেওয়া হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। এ সময় সত্যিকারের বিরোধী দল হিসেবে আমাদের উচিত ছিল মানুষের পাশে থাকা। কিন্তু সেটা না করে জাপা চেয়ারম্যান সদলবলে গেছেন সমুদ্রবিলাসে। এ নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীদের মধ্যেও সমালোচনা হবে— এটাই স্বাভাবিক।’

তিনি আরও বলেন, ‘রওশন এরশাদ ও জি এম কাদেরের মধ্যকার বিরোধ প্রায় সবার জানা। তাই বলে যখন রওশন এরশাদ মৃত্যুশয্যায় তখন তার এমন সমুদ্রবিলাস ও আনন্দ উৎযাপন খুবই দৃষ্টিকটু।’

নাম প্রকাশে অনিচ্ছুক জাপার এক কেন্দ্রীয় নেতা ঢাকা পোস্টকে বলেন, ‘কয়েকদিন আগে জি এম কাদের নিজেও তার বক্তব্যে বলেছেন যে রওশন এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এ অবস্থায় তার আনন্দ-উৎযাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবির পোস্ট দেখে জাপার একজন কর্মী হিসেবে আমি ব্যথিত।’

উল্লেখ্য, ফুসফুস জটিলতা নিয়ে গত ১৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তী হন রওশন এরসাদ। সেখানে বেশকিছু দিন আইসিইউতে চিকিৎসাধীনের পর শারীরীক অবস্থার কিছু উন্নতি ঘটলে তাকে কেবিনে নেওয়া হয়। তবে এর কিছুদিনের মধ্যে আবারও তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটায় ফের আইসিইউতে ভর্তি করা হয় তাকে।

About

Check Also

জাহ্নবী কাপুরের ভিডিও ভাইরাল (ভিডিও)

মন্দিরের সিঁড়ির একপাশে অসংখ্য ভাঙা নারিকেল। তার পাশে থেকে হামাগুড়ি দিয়ে উপরে উঠছেন বলিউড অভিনেত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *