Wednesday , February 12 2025
Breaking News
Home / International / হজ পালনে বিদেশি নাগরিকদের জন্য নতুন বয়সসীমা নির্ধারণ করে দিল সৌদি আরব

হজ পালনে বিদেশি নাগরিকদের জন্য নতুন বয়সসীমা নির্ধারণ করে দিল সৌদি আরব

মুসলিম সম্প্রদায়ের অন্যতম একটি ইবাদত ওমরাহ হজ। প্রতি বছর এই হজের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলিম সম্প্রদায়ের অসংখ্য মানুষ সৌদি আরবে পাড়ি জমিয়ে থাকে। তবে সম্প্রতি এই হজ পালনে বিদেশি নাগরিকদের জন্য নতুন বয়সসীমা নির্ধারন করে দিয়েছে সৌদি সরকার। এই বিষয়ে বিস্তারিত উঠে এলো প্রকাশ্যে।

পবিত্র ওমরাহ পালনে বিদেশি নাগরিকদের জন্য নতুন বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশি নাগরিকরা ওমরাহ পালন করতে পারবেন। সৌদি সরকার কর্তৃক স্বীকৃত কো/ভি/ডে/র দু/ই ডো/জ টি/কা নিয়েই দেশটিতে প্রবেশ করতে পারবেন বিদেশিরা। টি/কা নেওয়ার সনদপত্রও থাকতে হবে। এসব তথ্য প্রমাণ জমা দিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেক্ট্রিক এন্ট্রি ভিসা নিতে হবে বিদেশিদের।

যারা পারমিট ইস্যু করতে ইচ্ছুক তারা তাওয়াক্কালনা অ্যাপে গিয়ে হজ ও ওমরাহ সার্ভিসে ‘ইস্যু পারমিটস’ অপশনে ক্লিক করে পারমিটের ধরন ও তারিখ নির্বাচন করতে পারবেন। পারমিটের ধরন নির্বাচন করার পর আবেদনকারী কোথায় অবস্থান করতে ইচ্ছুক এবং কোথা থেকে তিনি এসেছেন সেসব তথ্য অ্যাপে দিতে হবে। অ্যাপের ‘ইস্যু দ্য পারমিট’ অপশনে ক্লিক করার পর পারমিট দেওয়া ও পর্যালোচনা করা হবে।

চলমান বৈশ্বিক সংকটের কবলে পড়ে গত দুই বছর ধরে হজ পালনে বেশ বাঁধার সম্মুখীন হয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। এমনকি সীমিত সংখ্যাক ব্যক্তিদের নিয়ে সৌদি সরকার হজের কার্যক্রম পালন করেছে। এক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছে শুধুমাত্র সৌদির নাগরিক। তবে চলমান সংকটময় পরিস্তিতি স্বাভাবিক হওয়ায় এবার হজে বিশ্বের অন্যান্য মুসলিম নাগরিকরা সুযোগ-পাচ্ছে।

About

Check Also

বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, সতর্কতা জারি

ইতালির রোম থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা থাকার সন্দেহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *