Thursday , October 24 2024
Home / Sports / সে দেশে ভালো কিছু পেতে হলে তেল মারাটাও স্বাভাবিক, মামা কথায় কি ভেজাল আছে : রুবেল

সে দেশে ভালো কিছু পেতে হলে তেল মারাটাও স্বাভাবিক, মামা কথায় কি ভেজাল আছে : রুবেল

বাংলাদেশের তারকা ক্রিকেটার রুবেল হোসেন গত কয়েকটি সিরিজে দলের সঙ্গে থেকেও কোনো ম্যাচ খেলতে পারেননি। তিনি প্রায় সময় দলে আসা যাওয়ার মধ্যে রয়েছেন। এদিকে, জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকলেও তিনি প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিষয় নিয়ে স্ট্যাটাস দিয়ে থাকেন। তেমনি এবার বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার সেই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সাড়া ফেলেছে।

গত রবিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে নিজের দেয়া স্ট্যাটাসে রুবেল লিখেছেন, “যে দেশের জাতীয় ফল খেতে গেলে হাতে তেল মাখতে হয় ,সে দেশে ভালো কিছু পেতে হলে তেল মারাটাও স্বাভাবিক। তেল বাদ দিয়ে বডি লোশন ইউজ করো। মামা কথায় কি ভেজাল আছে?”

এদিকে স্ট্যাটাসটি দেয়ার অনেকে কমেন্ট লাইক ও শেয়ার করেছেন। কমেন্ট বক্সে ক্রীড়া সাংবাদিক হিমু আক্তার লিখেছেন ‘ সেইজন্যই তেলের দাম বাড়তাছে”। আরেকজন উৎসব সরকার লিখেছেন “এক্কেরে খাঁটি কথা মামা!”

এদিকে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এই তারকা ক্রিকেটার রিজাভ হয়ে যাচ্ছেন। যার কারণে নানা রকম আলোচনা চলছে। তবে নির্বাচকরা বলছেন তিনি প্রয়োজনের সময়ে সার্ভিস দিতে পারবে। আর এবার বাংলাদেশ দলের এই সবচেয়ে অভিজ্ঞ পেসার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসলেন। তার স্ট্যাটাসটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ পড়ে গেছে।

About

Check Also

সাকিব ইস্যুতে বাংলাদেশকে ‘নিষিদ্ধ’ করতে পারে আইসিসি

সাকিব আল হাসানকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে তার ভক্তরা নানা কর্মসূচি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *