Thursday , October 24 2024
Home / Countrywide / সেই অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শামীম ওসমানের স্ত্রী

সেই অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শামীম ওসমানের স্ত্রী

এবার স্বামীর দুরারোগ্য রোগ এবং ছেলের হাটে ছিদ্র হয়ে যাওয়া সেই রোজিনার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ এর সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি। মূলত কিছুদিন আগে স্বামী এবং ছেলের এই অবস্থার কারণে সবার সহযোগিতা চেয়ে জাগোনিউজ একটি প্রতিবেদন প্রকাশ করা হয় এবং এটি নজরে আসে জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির

ছে’লের হার্টে ছিদ্র, অ’পরদিকে স্বামীর ক্যান্সার। এর মাঝে আবার চাকরি হারান স্বামী। এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান স্ত্রী’ রোজিনা আক্তার। জন্মের পর মাত্র দেড় বছর বয়সে হার্টে ছিদ্র ধ’রা পড়ে আহনাফ রিয়ানের। এখন তার বয়স চার। চিকিৎসক জানিয়েছেন তাকে বাঁ’চাতে হলে এক মাসের মধ্যে অ’পারেশন করাতে হবে। এদিকে তার বাবা মোহাম্ম’দ আলাউদ্দিনের পায়ুপথে টিউমা’র হওয়ার পর ক্যান্সার ধ’রা পড়ে।

এই যখন অবস্থা, তখন করো’নার প্রভাবে ছয় মাস আগে চাকরি হারান আলাউদ্দিন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চাকরি না থাকায় চিকিৎসা ও সংসার চালানোর জন্য অর্থের জোগান কী’ভাবে করবেন, এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান স্ত্রী’ রোজিনা আক্তার। এ নিয়ে গত ৬ জুলাই ‘স্বামীর ক্যান্সার ছে’লের হার্টে ছিদ্র, সবার সহযোগিতা চান রোজিনা’ শিরোনামে জাগোনিউজ২৪.কমে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

সেই সংবাদটি আবার চোখে পড়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী’ জে’লা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির। এরপর সোমবার (১২ জুলাই) রাতে রোজিনার স্বামীর চিকিৎসার জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এ সময় তিনি রোজিনার স্বামী ও সন্তানের সুস্থতা কামনা করেন।

লিপি ওসমান বলেন, ‘তাদের মতো অসহায়দের পাশে সমাজের মানুষের এগিয়ে আসা দরকার। আমি সবাইকে আহ্বান জানাব এ রকম অসহায়দের পাশে দাঁড়াতে।’ শি’শুটির মা রোজিনা আক্তার বলেন, ‘লিপি আপা আমা’র স্বামীর চিকিৎসার জন্য টাকা দিয়েছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি ও তার পরিবারকে আল্লাহ ভালো রাখুক।’

এর আগে গত ৯ জুলাই রাজধানীর ল্যাবএইড হাসপাতা’লে রোজিনার সন্তানের হার্টের অ’পারেশনের জন্য খরচ দেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

সংবাদমাধ্যমে সহযোগিতা চান রোজিনা শিরোনামের এই সংবাদটি নজরে আসে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী এবং জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির তিনি চিকিৎসার জন্য ওই পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং সেই সাথে তিনি সাহায্য চাওয়া সেই রোজিনার স্বামী এবং সন্তানের সুস্থতা কামনা করেন

About

Check Also

বাংলাদেশের কী লাগবে জানতে চেয়েছে বিশ্বব্যাংক

বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছে অর্থ সহায়তার জন্য প্রয়োজনীয় অঙ্ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *