Friday , January 17 2025
Home / Countrywide / সম্প্রীতির বিষয়ে কথা বলতে গিয়ে বিপত্তিতে কনস্টেবল

সম্প্রীতির বিষয়ে কথা বলতে গিয়ে বিপত্তিতে কনস্টেবল

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানার একজন পু’/লি’শ সদস্যকে (কনস্টেবল) প্রত্যা’হার করে দেওয়া হয়েছে। তিনি সাধারন পোশাকে স্থানীয় কয়েকজনকে সম্প্রীতির বিষয়ে আলোচনা করতে গিয়ে বাগবি’তন্ডায় জড়িয়ে পড়েন। আর এই কারনে তাকে সেখান থেকে তার কর্মস্থলে ফেরার পর তাকে থা’/না হতে প্র’ত্যাহার করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে কুন্দারহাট হাইওয়ে থা’/নার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কনস্টেবল হাসান আলী বলেন, ‘হোটেলে আমি সিভিল পোশাকে চা খেতে গিয়েছিলাম। এ সময় কয়েকজন সা’ম্প্র’দায়িক নানা বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তাঁরা বর্তমান পরিস্থিতিতে পু’/লি’/শের কার্যক্রম নিয়েও নেতিবাচক মন্তব্য করছিলেন। আমি এর প্র’তিবা’দ করেছি। এ নিয়ে তাঁদের সঙ্গে ত’র্কবিত’র্ক হয়েছে। পরদিন শনিবার আমাকে থা’/না থেকে প্র’ত্যা’হার করা হয়।’

তবে সেখানকার অনেকে জানিয়েছেন তিনি অনেকটা নিরপেক্ষভাবে কথা বলছিলেন, কিন্তু কী কারনে তাকে থা’/না থেকে প্রত্যা’হার করে দেওয়া হয়েছে সেটা স্পষ্ট নয়। তিনি জানিয়েছেন, আমাকে এখান থেকে প্র’ত্যাহার করে দেওয়া হয়েছে সেটা ঠিক আছে। তবে সেখানে আমার কোনো দোষ ছিল না।

About

Check Also

শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, শেখ পরিবারের নামে থাকা ১৩টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *