Friday , January 17 2025
Home / Countrywide / মির্জা ফখরুল প্রতিদিন ঘুম থেকে উঠেই আন্দোলনের ডাক দেন: ওবায়দুল কাদের

মির্জা ফখরুল প্রতিদিন ঘুম থেকে উঠেই আন্দোলনের ডাক দেন: ওবায়দুল কাদের

দেশের প্রথম সারির রাজনৈতিক দল আওয়ামীলীগ-বিএনপি। এমনকি একে অন্যের শক্ত প্রতিদ্বন্ধী। তবে বর্তমান সময়ে সংকটাপন্ন অবস্ঠায় রয়েছে বিনেপি দল। এই দলের অনেক নেতাকর্মীরাও নানা ভাবে অব হেলিত এবং নি/র্যা/তি/ত। এছাড়াও এই দলটি দীর্ঘ দিন ধরে ক্ষমতায় না থাকায় নিজ দলীয় নেতাকর্মীদের মধ্যেও বিভিন্ন ধরনের অস্তিরতা বিরাজ করছে। সম্প্রতি এই দল প্রসঙ্গে বেশ কিছু কথা জানালেনে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপির নিজের দলেই এখন বিচ্ছেদের সানাই বাজছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘একে একে নেতারা দল (বিএনপি) ছেড়ে যাচ্ছে। তাদের ২০ দলীয় জোটেও দেখা দিয়েছে ভাঙনের বিষাদ সুর। কাজেই বিএনপি নিজেরাই বিভক্ত হয়ে যাচ্ছে।’ সোমবার রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর থানার ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের পাঁচটি ইউনিটের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপির মধ্যে গণতন্ত্র নেই এমন দাবি করে সেতুমন্ত্রী বলেন, ‘শুনছি কেন্দ্রীয় সম্মেলন না করে ঘরে বসেই বিএনপি কমিটি করবে। সম্মেলন নাই এ দলে। নিজেদের ঘরেই গণতন্ত্র নেই। তাঁরা দেশে গণতন্ত্র কি করে করবে?’

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে নিয়েও কথা বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, ‘অবাক লাগে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কমিশনার মাহবুব তালুকদার একটি দলের হয়ে যেভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন তাতে মনে হয় ইসি নয়, তিনি নিজেই জটিল ও কঠিন মানসিক রোগে আক্রান্ত। বর্তমান ইসির মূল সমস্যা মাহবুব তালুকদার নিজেই।’ বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল প্রতিদিন ঘুম থেকে উঠেই আন্দোলনের ডাক দেন। অথচ বিএনপি আমাদের চেয়ে ছয় ঘণ্টা পিছিয়ে আছে। কারণ আমাদের নেত্রী ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে। আর দুপুর ১২টার আগে বিএনপির কাউকে খুঁজে পাওয়া যায় না। সন্ধ্যার সময় নয়, গভীর রাতে বিবৃতি দেয়। এরা অন্ধকারের পার্টি। অন্ধকারে কাজ করতে তাদের ভালো লাগে।’

এদিকে আওয়ামীলীগ দল দীর্ঘ দিন ধরে দেশের সরকারের দায়িত্ব পালন করছেন। এমনকি দলটি টানা ৩ মেয়াদে ক্ষমতায় রয়েছে। এই ক্ষমতাসীন দলের সভানেত্রী শেখ হাসিনা। তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও তার দল জয় লাভ করবে বলে আশা ব্যক্ত করেছেন।

About

Check Also

শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, শেখ পরিবারের নামে থাকা ১৩টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *