Thursday , October 24 2024
Home / Countrywide / বড় কোনো সিলেবাসে আর পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

বড় কোনো সিলেবাসে আর পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আর বড় কোনো সিলেবাসে কোনো পরীক্ষা দিতে হবে না শিক্ষার্থীদের। গতকাল রবিবার অর্থাৎ ৭ নভেম্বর টিকাটুলীতে অবস্থিত শের-ই-বাংলা গার্লস কলেজ চত্বরে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এমন মন্তব্য করেন। আসন্ন নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৩ সাল থেকে এমন ধরনের সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা এর আগে জানিয়ে দেওয়া হয়েছে। তবে সিলেবাসেও আসছে আমূল পরিবর্তন।

শেখ রাসেল দিবস উদ্বোধনী বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে কাজ করছে বর্তমান সরকার। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, বিজ্ঞানমনস্ক ও মানবিক গুণাবলিসম্পন্ন আগামী প্রজন্ম গড়ে তুলতে এই নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে। নতুন পাঠ্যক্রমের আরেকটি উদ্দেশ্য হচ্ছ— শিক্ষা হবে আনন্দময়। সারাক্ষণ পরীক্ষার ভ’য় আর অনেক বইয়ের চাপ শুধু যেন না হয়। বিশাল সিলেবাসে পরীক্ষা আর হবে না। সারা বছরে স্কুলে বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।’

প্রসঙ্গত, বিশ্বব্যাপী চলমান পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ২০২১ সালে এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা নেওয়ার জন্য সংক্ষিপ্ত সিলেবাসের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে নতুন পাঠ্যক্রমে ধারাবাহিক মূল্যায়নকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পরীক্ষা ভিত্তিক মূল্যায়নের চেয়ে। সে কথা মাথায় রেখেই শিক্ষামন্ত্রী ইতিমধ্যে বলেছেন, পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট দপ্তর। জিপিএ-৫ কিংবা পরীক্ষা ও সনদভিত্তিক যে শিক্ষা বর্তমান সময়ে রয়েছে সেটা থেকে বেরিয়ে আসার পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী।

About

Check Also

বাংলাদেশের কী লাগবে জানতে চেয়েছে বিশ্বব্যাংক

বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছে অর্থ সহায়তার জন্য প্রয়োজনীয় অঙ্ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *