Thursday , October 24 2024
Home / Entertainment / প্রথমবারের মত যুক্তরাষ্ট্রে পৌঁছে সোশ্যাল মিডিয়ায় এক পোষ্ট দিলেন শাকিব খান
???????? ????? ????? ?????? '??????????????'

প্রথমবারের মত যুক্তরাষ্ট্রে পৌঁছে সোশ্যাল মিডিয়ায় এক পোষ্ট দিলেন শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খান। তিনি দীর্ঘ সময় ধরে ঢাকাই চলচ্চিত্রে রাজত্ব করছেন। এবং অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। এমনকি তিনি দেশের ইতিহাসে সর্বচ্চো পরিশ্রমিক গ্রহীতা অভিনেতা। তিনি প্রথম বারের মত যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। যুক্তরাষ্ট্রে পৌছেই ডিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোষ্ট।

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান। কাজের ব্যস্ত শিডিউলে নিজেকে সময় দেওয়ার সময় পান না বললেই চলে। গেলো শুক্রবার (১২ নভেম্বর) আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি। সেখানে দিন দশেক থাকবেন। ঘোরাঘুরি করে নিজেকে একটু সময়ও দিতে পারবেন। মার্কিন মুল্লুকে পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেছেন শাকিব। ক্যাপশনে লিখেছেন, ‘নিউ হোপস। আলহামদুলিল্লাহ।’

১৬ তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে দেশের শোবিজ ও সংগীতে যারা অসামান্য অবদান রেখেছেন তাদের সম্মাননা জানানো হবে। আয়োজনটি ইন্টারন্যাশনালি এক্সপোজ করার জন্য নিউ ইয়র্ককে ভ্যানু হিসেবে নিয়েছি। যুক্তরাষ্ট্রে দেশের একাধিক গুণী শিল্পী রয়েছেন। তারাও অংশ নেবেন অনুষ্ঠানে।’ অন্যদিকে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শাকিব বলেন, ‘চ্যানেল আই একটি মহৎ উদ্যোগ নিয়েছে। সেখানে আমি শামিল হতে পেরে ভালো লাগছে। তাছাড়া কোভিডের কারণে দীর্ঘদিন দেশের বাইরে যাওয়া হয়নি। চ্যানেল আইয়ের অনুষ্ঠানের পাশাপাশি ঘোরাঘুরি করে নিজেকে একটু সময়ও দিতে পারবো!’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আজ বসতে যাচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’র আসর। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ওই অনুষ্ঠানের অতিথিদের মধ্যে অন্যতম একজন শাকিব খান। তিনি ছাড়া বাংলাদেশের বিনোদন অঙ্গনের আরও অনেকেই রয়েছেন।

About

Check Also

আমি আওয়ামী লীগের কেউ হলে গ্রেপ্তার করুন: ইলিয়াস কাঞ্চন

রোড এক্সিডেন্টে তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর থেকে নিরাপদ সড়ক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *