Friday , January 17 2025
Home / Entertainment / ‘পরীমনির প্রতি অপমান সইব না, গান গেয়ে প্রতিবাদ হিরো আলমের

‘পরীমনির প্রতি অপমান সইব না, গান গেয়ে প্রতিবাদ হিরো আলমের

বর্তমানে ঢাকাই ছবির অভিনেত্রী পরিমনির বিষয়টি ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে সর্বক্ষেত্রে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা হচ্ছে মানুষ তার সমালোচনা করছে এবং তার এই উশৃঙ্খল জীবনযাপন এবং বেপরোয়া জীবনযাপন এর কারণেই তার এই অবস্থা হয়েছে এটা অনেকেই বলছেন

বুধবার রাতে পরীমনি আটক হওয়ার পর পরই হিরো আলমের গাওয়া একটি গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শাওন শাখাওয়াত নামের এক ব্যক্তি। ‘উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি’ শিরোনামের গানটি এরই মধ্যে ভাইরাল হয়েছে।

তবে হিরো আলমের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গিয়ে এ ধরনের গান পাওয়া যায়নি।

এদিকে জি সিরিজের মিউজিশিয়ান ফারুক আহমেদ সুমন বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘পরীমনির এই বিপদে নায়ক হিসেবে হিরো আলমকে আশা করেছিলাম, ন্যুনতম একটা প্রতিবাদী গান।’

সুমনের এই স্ট্যাটাসের স্ক্রিনশট শুক্রবার নিজের ফেসবুক পেজে শেয়ার করে হিরো আলম লিখেছেন, ‘যারা যারা সুমন ভাইয়ের সঙ্গে একমত, তারা কমেন্ট করবেন।’

হিরো আলমের গাওয়া গানের লিরিক এরকম- ‘শিল্পী হয়ে শিল্পীর প্রতি অসম্মান সইব না, শিল্পী হয়ে শিল্পীর অপমান সইব না। উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি, উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি।’

উল্লেখ্য, বুধবার রাতে বনানীর বাসায় পৃথক অভিযান চালিয়ে পরীমনি ও রাজকে আটক করে র‍্যাব। অভিযানকালে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের হাতে অবশেষে আটক হয়েছেন অভিনেত্রী করুন আমিন তবে দেখা গিয়েছিল আটকের সময় বিভিন্ন নাটকীয়তা করেছেন তিনি তবে সবকিছু উপেক্ষা করে অবশেষে তিনি বলেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে এবং এরপর একের পর এক বেরিয়ে আসে তার নাম গোপন তথ্য

About

Check Also

তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই

সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই। ব্যাংককে চিকিৎসাধীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *