Thursday , October 24 2024
Home / Countrywide / নিলামে তোলা হলো এক জাম্বুরা, বিক্রি হলো ৬ হাজার টাকায়

নিলামে তোলা হলো এক জাম্বুরা, বিক্রি হলো ৬ হাজার টাকায়

বিভিন্ন পণ্য নিলামে বিক্রি হওয়ার সঙ্গে হয়তো আমরা সকলেই পরিচিত। কেননা সে-সব পণ্য কোনো না কোনো মহৎ ব্যক্তির হয়ে থাকে, ফলে তা নিলামে বিক্রি হওয়াটা খুবই স্বাভাবিকই একটি বিষয়। তবে একটি জাম্বুরা নিলামে বিক্রি হওয়ার ঘটনা রীতিমতো অনেকটা অবাক করার মতই। কিন্তু অবাক করার মতো হলেও বাস্তবে এবার এমনটা ঘটেছে ঝালকাঠিতে। জানা যায়, নিলামে সাড়ে তিন কেজি ওজনের একটি জাম্বুরা বিক্রি হয়েছে ৬০০০ টাকায়।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি পৌর মিনি পার্কে করোনা আ/ক্রা/ন্তদে/র বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানকারী দলের স্বেচ্ছাসেবক ইমাম হোসেন বিমান জাম্বুরাটি নিলামে তোলেন। এসময় শাহ আলম নামে একজন ছয় হাজার টাকায় কিনে নেন জাম্বুরাটি। জাম্বুরা নিলামে বিক্রির খবর পেয়ে ভিড় জমান উৎসুক জনতা।

জানা যায়, এর আগে ফেসবুকে পোস্ট দিয়ে জাম্বুরাটি বিক্রির ঘোষণা দেন স্বেচ্ছাসেবক ইমাম হোসেন বিমান। এখান থেকে পাওয়া অর্থ করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবায় ব্যয় করা হবে বলেও ঘোষণা দেন তিনি। ফেসবুকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম ওঠে ওই জাম্বুরার। পরে বুধবার সন্ধ্যায় পূর্ব ঘোষণা অনুযায়ী আরেকবার জাম্বুরাটি সরাসরি নিলামে তোলেন তিনি। এসময় ছয় হাজার টাকায় বিক্রি হয় জাম্বুরাটি।

নিলামের আয়োজক ইমাম বিমান জানান, মঙ্গলবার স্বরূপকাঠির মাহমুদকাঠি থেকে মো. সুলতান নামে এক বিক্রেতা ঝালকাঠির নবগ্রাম বাজারে জাম্বুরা বিক্রি করতে আসেন। তখন তাকে এই জাম্বুরাটি উপহার দেন মো. সুলতান। পরে অন্য স্বেচ্ছাসেবীদের পরামর্শে আর্ত মানবতার সেবায় তহবিল গঠনে জাম্বুরাটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেন তিনি।

এরপর যেমন কথা, তেমনই কাজ। করোনায় সংক্রমিত রোগীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বুধবার সন্ধায় ঝালকাঠি পৌর মিনি পার্কে ঐ জাম্বুরাটি নিলামে তোলেন ইমাম হোসেন। নিলামে তোলার কিছুক্ষণের মধ্যেই জাম্বুরাটি ৬ হাজার বিক্রি করতে সক্ষম হন তিনি। এই টাকা করোনায় সংক্রমিত রোগীদের সেবায় ব্যয় করবে, এমনটাই প্রত্যাশা তার।

About

Check Also

বাংলাদেশের কী লাগবে জানতে চেয়েছে বিশ্বব্যাংক

বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছে অর্থ সহায়তার জন্য প্রয়োজনীয় অঙ্ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *