Wednesday , October 30 2024
Breaking News
Home / Crime / দিনে চলতেন রাজকীয় ভাবে, রাতে করতেন চুরি

দিনে চলতেন রাজকীয় ভাবে, রাতে করতেন চুরি

বাইরে থেকে দেখে মনে হতো সম্ভ্রান্ত পরিবারের সদস্য তাঁরা৷ চলনবলন, পোশাকআশাক থেকে এরকম মনে হওয়াটা খুবই স্বাভাবিক৷ কিন্তু দিনের আলো শেষে রাতে( night )র অন্ধকার নামতেই পাল্টে যেতেন তাঁরা৷ রাজার হালে জীবনযাপন করা পরিবারের মূল পুরুষ সদস্যরা একসাথে মিলে করতেন চুরি৷ তাও যেনতেন চুরি নয়৷ গরু-ছাগলের মত মূল্যবান প্রাণীজ সম্পদের চৌর্যবৃত্তি করতেন তাঁরা৷

এমন ঘটনাই ঘটেছে নওগাঁ( Naogaon ) জেলায়। জানা যায়, জাকির হোসেন (৫০) রাজকীয়ভাবে চলাফেরা করতেন। দিন শেষে রাত হলেই দলবল( Team ) নিয়ে চুরি করতেন জাকির হোসেন, তাঁর ছেলে, বেয়াই ও নাতজামাই। প্রবাদ আছে চোরের দশদিন, গৃহস্থের একদিন। ঠিক তাদের কপালে তাই হলো। নিয়মিত এলাকায় চুরি করতো। নওগাঁ( Naogaon )র বদলগাছি( Badalgachi ) উপজেলার তেঁতুলিয়া( Tentulia ) গ্রামে এক সাথে বসবাস করতোরা।

চোর চক্রের সদস্যদের মধ্যে জাকির হোসেন, তাঁর ছেলে আবদুস সবুর( Abdus Sabur ) (২৫), বেয়াই রুহুল আমিন( Ruhul Amin ) (৪৩) ও নাতজামাই তানজিদ আহাম্মেদ( Tanjid Ahmed ) (২০)।

জাকির হোসেনের( Hossain )( Zakir Hossain ) পাকা বাড়ি। পাশাপাশি রয়েছে তাঁর স্বজনদের আরও তিনটি আধা পাকা পাকা বাড়ি। এসব বাড়ির প্রতিটিতে রয়েছে গরু রাখার গোয়ালঘর। পুলিশের( police ) চোরাই গরু উদ্ধার অভিযানে জানা গেছে, জেলার বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে এনে এসব গোয়ালঘরে বেঁধে রাখা হতো।

নিবার নওগাঁ( Naogaon )র বদলগাছি( Badalgachi ) থানা-পুলিশ ও জয়পুরহাটের( Joypurhat ) আক্কেলপুর থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে জাকির হোসেনের( Hossain )( Zakir Hossain ) চারটি বাড়ির গোয়ালঘর থেকে চোরাই ওই ১২টি গরু ও একটি ছাগল উদ্ধার করেছে। সকাল( morning ) ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত দুই থানা-পুলিশের( police ) এই যৌথ অভিযান চলে। এ সময় জব্দ করা হয়েছে গরু-ছাগল চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি। গ্রেপ্তার করা হয়েছে গরুচোর চক্রের ওই সদস্যদের। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস ধরে নওগাঁ( Naogaon )র বদলগাছি( Badalgachi ) ও জয়পুরহাটের( Joypurhat ) আক্কেলপুর উপজেলার বিভিন্ন স্থানে রাতে( night ) সিঁধ কেটে ও বিভিন্ন কৌশলে চোরেরা বাড়িতে ঢুকে গরু-ছাগল চুরি করছিলেন। প্রায় ২৫ দিন আগে রাতে( night ) বদলগাছি( Badalgachi ) উপজেলার হলুদবিহার( Haludbihar ) গ্রামের গোলাম মোস্তফার দুটি গরু চুরি হয়। আজ সকাল( morning )ে( morning ) জাকির হোসেন তাঁর বাড়ির অদূরে ঝাপড়িতলার মোড়ে( corner Jhapritala ) কয়েকটি গরু বিক্রির জন্য ভটভটিতে তুলছিলেন।

এ সময় গোলাম মোস্তফার এক আত্মীয় ভটভটিতে থাকা একটি গরু গোলাম মোস্তফার বলে চিনতে পারেন। তখন তিনি গোলাম মোস্তফাকে( Golam Mostafa ) খবর দেন। গোলাম মোস্তফা ঘটনাস্থলে এসে গরুটি শনাক্ত করেন। তখন জাকির হোসেন ও তাঁর ছেলে গরুটি তাঁদের কেনা বলে দাবি করেন। মুহূর্তেই সেখানে লোকজন জড়ো হন। পরে স্থানীয় লোকজন ঘটনাটি বদলগাছি( Badalgachi ) থানা-পুলিশকে জানান।

এরপর বদলগাছি( Badalgachi ) ও আক্কেলপুর থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে জাকির হোসেনের( Hossain )( Zakir Hossain ) চারটি বাড়ি থেকে ১২ চোরাই গরু ও একটি ছাগল উদ্ধার করে। নওগাঁ( Naogaon )র বদলগাছি( Badalgachi ) উপজেলার তেঁতুলিয়া( Tentulia ) গ্রামের এই বাড়িটি থেকেই শনিবার( Saturday ) পুলিশ ১২টি গরু ও একটি ছাগল উদ্ধার করেছে।

এ সময় জাকির হোসেন, তাঁর ছেলে, বেয়াই ও নাতজামাইকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে গরু চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।( police. ) বেলা দুইটায় চোরাই গরু-ছাগল ও সরঞ্জামাদিসহ তাঁদের বদলগাছি( Badalgachi ) থানায় নেওয়া হয়। এ ঘটনায় থানায় গরু চুরি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

স্থানীয় কোলা( Cola ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন( Shahinur Islam Swapan ) বলেন, জাকির হোসেন ও পরিবারের সদস্যরা রাজকীয়ভাবে চলাফেরা করতেন। জাকির হোসেন পেশায় একজন গরুচোর। পরিবারে অন্য সদস্যরাও গরু চুরির কাজে যুক্ত ছিলেন। জাকিরের( Zakir ) বাড়ি থেকে চোরাই গরু-ছাগল উদ্ধার করেছে পুলিশ।( police. )

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান( Saidur Rahman ) ও বদলগাছি( Badalgachi ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম( Atiqul Islam ) বলেন, গরুচোর চক্রের সদস্য জাকির হোসেন, তাঁর ছেলে, বেয়াই ও নাতজামাইকে গ্রেপ্তার করা হয়েছে। গরু চুরি ও অস্ত্র আইনে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। আরও চোরাই গরু উদ্ধারে অভিযান চলছে।

মানুষের সম্পদ চুরি করে সম্পদের পাহাড় গড়েও শেষপর্যন্ত শেষ রক্ষা হলো না এই চোর পরিবারের৷ নিজেদের মুখোশ উন্মোচনের পাশাপাশি আইনের আওতায় আসায় হয়তো এক দীর্ঘ কারাবরণও অপেক্ষা করছে তাদের ভাগ্যে৷

About Ibrahim Hassan

Check Also

দেখে নেওয়ার হুমকি দেওয়া সেই ‘ওসি হেলাল’ সম্পর্কে যা বললেন রনি

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে হোয়াটসঅ্যাপে ফোন কলের মাধ্যমে ‘ওসি হেলাল’ পরিচয়ে দেখে নেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *