Thursday , October 24 2024
Home / opinion / কর্মসূচী যথাযথ হলে কত দিনের মধ্যে সরকারের পতন হবে জানালেন মাহমুদুর রহমান

কর্মসূচী যথাযথ হলে কত দিনের মধ্যে সরকারের পতন হবে জানালেন মাহমুদুর রহমান

সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার( Selim Bhuiyan ) সভাপতিত্বে এতে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া( Dr. Reza Kibria ), বিএনপির( BNP ) ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, এলডিপি( LDP ) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ( Dr. Redwan Ahmed ), বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম( Abdus Salam ), বিকল্পধারার অধ্যাপক নূরুল আমিন বেপারী( Nurul Amin Bepari ), বিএনপির( BNP ) সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম( Shamimur Rahman Shamim ), মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান( Sadeq Ahmed Khan ), বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজ( Faisal Mahmud Fayez ), প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু( Reazul Islam Riju ), অ্যাডভোকেট জয়নাল আবেদিন মেসবাহ( Joynal Abedin Mesbah ) প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় ড. রেজা কিবরিয়া( Dr. Reza Kibria ) বলেন, এ সরকারের( government ) লোকেরা বিগত( Past ) বছরগুলোতে ভয়াবহ দুর্নীতি করেছে। এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত-তাদের কেউ রক্ষা পাবে না। সবাইকেই বিচারের আওতায় আনা হবে। অনেকে মালদ্বীপসহ( Including Maldives ) বিভিন্ন দেশে পালিয়ে যাবার চেষ্টা করছেন। কিন্তু শেষ রক্ষা হবে না। কোথাও তারা পালাতে পারবে না। পৃথিবীর কোনো সভ্য দেশে তাদের জায়গা হবে না। ইউরোপ-আমেরিকার সব দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেছে। সবারই বিচার করা হবে।

শওকত মাহমুদ বলেন, স্বৈরাচার সরকারের( Autocratic government )( government ) পতনের জন্য রাজনীতিবিদদেরই সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, পেশাজীবীরা অতীতেও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে, এখনো রাখছে এবং ভবিষ্যতেও রাখবে।

About Ibrahim Hassan

Check Also

বাংলাদেশেই আছেন ওবায়দুল কাদের: চাঞ্চল্যকর তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখনো বাংলাদেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *