Tuesday , October 22 2024
Breaking News
Home / Entertainment / এবার মামলা করলেন দক্ষিনী নায়িকা সামান্থা

এবার মামলা করলেন দক্ষিনী নায়িকা সামান্থা

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু দূ:সময় পার করছেন কারন কিছুদিন আগে অন্য এক জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যের সাথে তার বিবাহিত জীবনের ইতি টানার ঘোষনা দেন। বিষয়টি নিয়ে সেখানকার বিনোদন জগতে শুরু হয় গুন্জ’ন। তিনি এই বিষয় নিয়ে কথা বলার সময় একবার সংবাদ মাধ্যমের সামনে মেজাজ হারিয়ে ফেলেছিলেন। এবার সামান্থা সেখানকার একজন আইনজীবী এবং বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে নানা ধরনের কুরুচিকর মন্তব্য করার পর তাদের বিরু’দ্ধে মানহা’নির মা’মলা রজু করেছেন।

প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, সুমন টিভি, তেলেগু পপুলার টিভিসহ বেশ কিছু ইউটিউব চ‌্যানেল সামান্থার সম্মানহানি করেছে। এসব চ‌্যানেলের বিরু’দ্ধে আইনি নোটিশ পাঠানো হবে। এছাড়া ভেঙ্কট রাও নামে একজন অ‌্যাডভোকেটের বিরু’দ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। সামান্থার বিবাহিত জীবন নিয়ে ভেঙ্কট রাও বক্তব‌্য দিয়েছিলেন।

গত কয়েক মাস ধরে আলাদা থাকছিলেন নাগা চৈতন‌্য ও সামান্থা। গত ২ অক্টোবর মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন নাগা চৈতন‌্য।
২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লু’কিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আব’দ্ধ হন তারা।

জানা গেছে, বিয়ে করার পরেও এই অভিনেত্রী অভিনয় চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু নাগা চৈতন্য এবং তার বাবা নাগার্জুন আক্কিনেনি তার অভিনয়ের বিষয়টি মানা করেন কারন সে যে সব ছবি করছিলেন সেগুলোতে নিজেকে অনেকটা খোলামেলাভাবে উপস্থাপন। আর এই কারণেই তাদের মাঝে সৃষ্টি হয়েছে দূরত্ব। শেষ পর্যন্ত সেটা বিবাহ বিচ্ছেদে পরিণত হয়েছে।

About

Check Also

অবশেষে জানা গেল আলোচিত সেই নায়িকা শিরিন শিলার স্বামীর পরিচয়

ঢাকাই সিনেমার তরুণ প্রজন্মের নায়িকা শিরিন শিলা। ২০১৪ সালে ‘হিটম্যান’ চলচ্চিত্রের মাধ্যমে তার সিনেমায় অভিষেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *