Saturday , July 13 2024
Breaking News
Home / Entertainment / আমাকে নিয়ে সেভাবে মাতামতি হয়নি : দীপা খন্দকার

আমাকে নিয়ে সেভাবে মাতামতি হয়নি : দীপা খন্দকার

ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত একজন অভিনেত্রী ও মডেল দীপা খন্দকার। দীর্ঘ দুই দশকের কর্মজীবনে বেশকিছু ‘সিনেমা’ ও ধারাবাহিক ‘নাটক’ উপহার দিয়ে ভক্তদের মাঝ জায়গা করে নিয়েছেন তিনি। তবে বর্তমানে বড় পর্দা থেকে ধারাবাহিকে বেশি সরব হয়ে থাকেন গুণী এই অভিনেত্রী।

দীর্ঘ ক্যারিয়ার, সিনেমায় অভিনয়, পাওয়া না পাওয়াসহ নানান বিষয়ে তিনি সম্প্রতি এবার আলাপ হলো তার সাথে-

১৯৯৯ থেকে অভিনয় করছেন। দীর্ঘ ক্যারিয়ারে মাত্র ২টি সিনেমা করেছেন। এতো কম কেন?

শুরু থেকেই কমার্শিয়াল সিনেমায় আমার ও আমার পরিবারের অনীহা ছিল। নাটকের প্রতি ঝোঁক বেশি ছিল। তাছাড়া যে ধরণের গল্পের সিনেমায় ওই সময় কাজ করতে চাইতাম, সে ধরনের অফার পেতাম না। এখন যেমন টেলিভিশন থেকে অনেক পরিচালক সিনেমা করছেন। তখন এটা ছিল না।

প্রথম ‘ভাইজান এলো রে’ সিনেমায় অভিনয় করেছি। এটা ভারতীয় বাংলা সিনেমা। সম্প্রতি সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় ‘পায়ের ছাপ’ সিনেমার শুটিং শেষ করেছি। সংগ্রামী নারীদের গল্প উঠে এসেছে এতে।

About

Check Also

সামালোচনার মুখে পড়ে অবশেষে বিসিএস পরীক্ষা নিয়ে মুখ খুললেন তাহসান

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি নিয়ে দেশজুড়ে সমালোচনা হচ্ছে। হঠাৎ করেই দুর্নীতিবাজদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *