গেল শুক্রবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন (Election of Bangladesh Film Artists Association)। তবে ফলাফল ঘোষণা করা হয় শনিবার ভোরে। এ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান (Zayed Khan)। এবং সভাপতি হিসেবে নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন (Elias Kanchan)। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই বিনোদন পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়েদ খান।
এবার বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনের পর বিনোদন পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়েদ খান (Zayed Khan)। শিল্পী সমিতির তিনবারের এই সাধারণ সম্পাদক এবার হারিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নিপুণ (Nipun) আক্তারকে।
এরই মধ্যে নিপুণ মোট দুইবার ভোট গণনা করেছেন। তবে ফলাফলের কোনো পরিবর্তন হয়নি। গত রোববার (৩০ জানুয়ারি) সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ আনেন।
কিন্তু এবার নায়ক জায়েদ খানের সামনে একটি প্রশ্ন উঠে এল। তিনি এমন একজন নায়ক যার কোনো ভক্ত নেই।
এমন প্রশ্নের জবাবে জায়েদ গণমাধ্যমকে (media) বলেন, এ ধরনের কথাবার্তা মানবসৃষ্ট। কোন ভক্ত নেই, এটা কি কোনো শব্দ হতে পারে! তাহলে আমি কিভাবে এত ছবি করলাম, কিভাবে মানুষ আমার এত ছবি দেখে, মানুষ কিভাবে আমার সাথে এত ছবি তোলে, কিভাবে আমি এই ১০-১২ বছরের ক্যারিয়ার চালিয়ে যাব। ভক্ত না থাকলে এত বছর কেউ আমাকে ছবি তুলতে পারত না।
উল্লেখ্য, ২০০৮ সালে ‘ভালবাসা ভালবাসা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো পা রাখেন জায়েদ খান। এরপর থেকেই নিয়মিত অভিনয় চালিয়ে যান তিনি। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে-‘মন ছুঁয়েছে মন’, ‘মায়ের চোখ’, ‘রিকসাওয়ালার ছেলে’, ‘আত্মগোপন’, ‘প্রেম করবো তোমার সাথে’, ইত্যাদি।