জায়েদ খান (Zayed Khan) বাংলাদেশের বিনোদন অঙ্গনের সুপরিচিত এবং জনপ্রিয় চেনা মুখ। তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রুপালী পর্দায় কাজ করছেন। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এমনকি অভিনয়ের পাশাপাশি তিনি শিল্পী সমিতিতেও সক্রীয় রয়েছেন। তবে এবারের নির্বাচন নিয়ে বেশ বির্তকিত হয়েছেন তিনি। এই প্রসঙ্গে বেহস কিছু কথা বললেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে জায়েদ খান প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আমি না জিতলে কে জিতবে? আমি কাজ করেছি, তাই জিতেছি। আগামীবারও নির্বাচনে (election) দাঁড়ালে আমি জিতব। রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ইলিয়াস কাঞ্চন-নিপুনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জায়েদ খান এসব কথা বলেন। এর আগে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন-নিপুন (Kanchan-Nipun) প্যানেল এক সংবাদ সম্মেলন করে। প্যানেল বিভিন্ন স্ক্রিনশট দেখিয়ে নির্বাচনের নানা অভিযোগ তুলেছে। এসব অভিযোগ প্রসঙ্গে জায়েদ খান বলেন, স্ক্রিনশটগুলো সুপার এডিট করা হয়েছে। নির্বাচনের আগে থেকেই তার বিরুদ্ধে এসব ছড়ানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনে তৃতীয় বারের মত সাধারন সম্পাক হিসেবে জয়ী হয়েছেন জায়েদ খান। এবং সভাপতি হিসেবে জয় লাভ পেয়েছেন ইলিয়াস কাঞ্চন। পর পর ৩ বার জয় পেয়ে রেকর্ড গড়েছেন জায়েদ খান।