Monday , December 23 2024
Breaking News
Home / opinion / অনুসন্ধান কমিটির ওপর আমার কোনো আস্থা নেই, বললেন আকবর আলি খান

অনুসন্ধান কমিটির ওপর আমার কোনো আস্থা নেই, বললেন আকবর আলি খান

বাংলাদেশে বর্তমানে কোনো নিরপেক্ষ লোক নেই মন্তব্য করে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রতি আস্থা নেই বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।

এই ধারণার ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘বলা হচ্ছে সার্চ কমিটি দিয়ে নির্বাচনি সমস্যার সমাধান করা যাবে। বাংলাদেশের সুশীল সমাজের সব নেতারা সার্চ কমিটিতে আছেন। আমার সার্চ কমিটির ওপর আস্থা নেই। কারণ তারা সবাই দল করেন। যদি দল না-ও করেন তাহলেও কাজ হবে না। কারণ বাংলাদেশে বর্তমানে কোনো নিরপেক্ষ লোক নেই।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান জাতীয় সংকট এবং সমাধানে নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কোনো কমিশন আদৌ কোনো কাজ করে না। সার্চ কমিটিও কোনো কাজ করে না। আমাদের দেশের সিস্টেম যুক্তরাষ্ট্রের মতো করতে হবে। আর সেটা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। আমাদের সাংবিধানিকভাবে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং আমলাতন্ত্রকে সরকারের রাহুগ্রাস থেকে মুক্ত করতে হবে। এটা করতে পারলে সরকার এবং আমলাতন্ত্র উভয়েই লাভবান হবে। তবে এ ধরনের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়।’

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা আরও জানান, ‘তিনটা, চারটা কিংবা পাঁচটা লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন সুষ্ঠু করা কখনই সম্ভব নয়। কারণ প্রত্যেকটা নির্বাচনে আইন অনুযায়ী ক্ষমতা দেওয়া থাকে রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারকে। সুতরাং রিটার্নিং কর্মকর্তা বা প্রিজাইডিং কর্মকর্তা যে সিদ্ধান্ত দেবেন, তার বাইরে যাওয়ার সুযোগ নেই কমিশনের। শুধু নির্বাচন কমিশনকে শক্তিশালী করলে হবে না, রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারদেরও শক্তিশালী করতে হবে’-বলেন তিনি।

তিনি আরও জানান, ‘আপনাদের কথা মতো সার্চ কমিটির মাধ্যমে সুশীল ব্যক্তিদের থেকে নিরপেক্ষ পাঁচজনকে বের করে নির্বাচন কমিশন গঠন করা হলো। এটা হলেও তারা কিছু করতে পারবে না। সুতরাং এ পদ্ধতিতে কীভাবে নির্বাচন সুষ্ঠু হবে?’

বর্তমানে সরকার এবং আমলা এক হয়ে গেছে মন্তব্য করে আকবর আলি খান বলেন, ‘আমলাতন্ত্রের ক্ষমতা হ্রাস করতে হবে। পুলিশ বাহিনী, সরকারি কর্মকর্তা তারা সব একত্রে কাজ করে। সুতরাং নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেও তারা একা কিছু করতে পারবে না। সরকারি কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করতে হলে সরকারের আমলাতন্ত্রের ওপর যে ক্ষমতা আছে তা হ্রাস করতে হবে। বর্তমানের সরকার এবং আমলাতন্ত্র এক হয়ে গেছে। সরকারি কর্মকর্তা এরা সব একত্রে কাজ করে। সেখানে একা এ নির্বাচন কমিশন কিছু করতে পারবে না।’

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আকবর আলি খান ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুলসহ আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About Ibrahim Hassan

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *