খেলাধূলা
Hits: 841
তামিম ইকবাল খান। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় একটি স্তম্ভের নাম। প্রায় টানা ১৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দিয়ে যাচ্ছেন তিনি। তবে এই বার তিনি খেলছেন না আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ। আর এ নিয়েই এখনো চলছে নানা ধরনের সব আলোচনা সমালোচনা। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমের ওপেনিংয়ে থাকা নিয়ে নির্বাচকদের মধ্যে কোন দ্বিধা ছিল না। ডমিঙ্গো কিংবা মাহমুদউল্লাহর ’না’ মনোভাব থাকলেও নির্বাচকদের ভাবনাতে খুব ভালো করেই ছিলেন।
আরো পড়ুন
Error: No articles to display
এর পরও ১ সেপ্টেম্বর তামিম বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তাই নির্বাচকদের দল ঘোষণা সহজেই হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পাক্কা এক সপ্তাহ পর বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। গুঞ্জন উঠে তামিমের মত পাল্টাতে চেষ্টা করছেন নাজমুল হাসান। তবে শুক্রবার বোর্ড প্রধান জানালেন, সেই খবর মিথ্যা ও ভিত্তিহীন।
তামিমকে দলে ফেরানোর চেষ্টা করা হয়েছে কিনা- প্রশ্নে বোর্ড সভাপতি বলেছেন, ’তামিমকে তার নিজের সিদ্ধান্ত ভেবে দেখতে কিংবা পুনর্বিবেচনা করতে বলা হয়নি। এমন কোন ঘটনাই হয়নি। এটা ভুল তথ্য। কারণ তামিম এই সিদ্ধান্ত আমার সঙ্গে কথা বলে, আলোচনা করে নিয়েছে। যেখানে এই সিদ্ধান্ত আমার সঙ্গে আলাপ করেই নিয়েছে, সেখানে তাকে দ্বিতীয়বার প্রস্তাব দেওয়ার কোন ঘটনা ঘটে কীভাবে।’
অবশ্য বিশ্বকাপের মতো একটি আসর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার আগে তামিম বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করেছিলেন। ১ সেপ্টেম্বর তামিম বলেছিলেন, ’আমি তাদের (বোর্ড প্রধান নাজমুল হাসান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন) বলেছি যে, আমার মনে হয় না বিশ্বকাপ দলে থাকা উচিত। তাই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। এটার দুই-তিনটি কারণ আছে। গেম টাইম একটা বড় কারণ। এই ফরম্যাটটা আমি বেশ অনেক দিন ধরে খেলছি না।’
প্রসঙ্গত, টানা এক বছর ধরে টি-টুয়েন্টি না খেলার কারনের জন্য এবার তিনি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আর সুযোগ করে দিয়েছেন নতুন যারা ভালো খেলছে তাদের জন্য। আর এই কারনেই এ নিয়ে শুরু হয়েছে বেশ মিশ্র প্রতিক্রিয়া।