নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ সোমবার (৩১ জানুয়ারি) কক্সবাজারের (Cox’s Bazar) টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান (Sinha Md. Rashed Khan) হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এ রায়ে ওসি প্রদীপ (OC Pradeep) কুমার দাশ ও লিয়াকত আলিকে (Liaquat Ali) মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন এবং বাকি ৭ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
এদিকে আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ সিনহার (Sinha) বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। (Sharmin Shahriar Ferdous)
এ ব্যাপারে তিনি বলেন, ‘ভাই হত্যার বিচার পেয়েছি।’
এদিকে রায় শোনার পর আদালত প্রাঙ্গণে তোলপাড় শুরু হয়। কিন্তু প্রদীপ চুপ ছিলেন। বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন এসআই নন্দদুলাল (SI Nandadulal) রায় শুনে কান্নায় ভেঙে পড়েন।।
এদিকে আজ সোমবার আলোচিত সিনহা হত্যা মামলার রায়ের আগে আদালতের বাইরে ওসি প্রদীপসহ বাকিদের কঠোর শাস্তির দাবি করে স্লোগান দিতে থাকেন ওসি প্রদীপের হাতে নির্যাতিত শত শত পরিবার।