Monday , December 23 2024
Breaking News
Home / Entertainment / আপনাকে দেখে আমি আবেগপ্রবণ হয়ে যাই, একসাথে কাঁদলেন শেহনাজ ও সালমান (ভিডিও)
Salman Khan

আপনাকে দেখে আমি আবেগপ্রবণ হয়ে যাই, একসাথে কাঁদলেন শেহনাজ ও সালমান (ভিডিও)

সালমান খান(Salman Khan) বলিউডের(Bollywood) ভাইজান বলেই পরিচিত। জনপ্রিয় এই অভিনেতা সব সময় থাকেন আলোচনার শীর্ষে। তাইতো তার প্রতিটি অঙ্গ ভঙ্গি কে অনুসরণ করে তার অনুসারীরা। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে কেঁদে ফেললেন আবেগে আপ্লুত(Overflowing with emotion) হয়ে এই অভিনেতা আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নায়িকার কান্না দেখে নিজেকে আর সামলাতে পারলেন না ভাইজান।

সিনেমায় ভিলেনদের(villain) কাঁদিয়ে নাকানিচুবানি খাওয়ানো সালমান খানের মন গলে গেল বাস্তবে। পাঞ্জাবি অভিনেত্রী শেহনাজ গিলকে(Shehnaz Gill) দেখে কাঁদলেন সালমান।

সম্প্রতি রিয়্যালিটি শো(Reality show) ‘বিগ বস ১৫’-এর চূড়ান্ত পর্বে অতিথি হয়ে এসেছিলেন শেহনাজ। মঞ্চে সঞ্চালক সালমানকে তিনি বলেন, ‘আপনাকে দেখে আমি আবেগপ্রবণ হয়ে যাই। অনেক কিছু মনে পড়ে গেল।’

এর পরই কাঁদতে শুরু করেন এ অভিনেত্রী। শেহনাজের কান্না দেখে নিজেকে সামলাতে পারেননি সালমানও। চোখ ছলছল করে ওঠে তার। চোখের জল(tears) গড়িয়ে পড়ে বলি ভাইজানের। শোকের আবহ বইতে থাকে গোটা পরিবেশে।
অভিনেতা সিদ্ধার্থ শুক্লার(Siddharth Shukla) কথা স্মরণ করেই এমন শোকের মাতম বয়ে যায় ‘বিগ বস ১৫’-এর মঞ্চে। গত বছরের সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা পৃথিবীর মায়া ত্যাগ করেন সিদ্ধার্থ শুক্লা।

সিদ্ধার্থ ছিলেন শেহনাজের প্রেমিক। ‘বিগ বস(Bigg Boss)’-এর মাধ্যমেই সিদ্ধার্থের সঙ্গে শেহনাজের পরিচয় হয়। শোয়ের ১৩তম সিজনে দুজনের বন্ধুত্ব প্রেমের দিকে গড়ায়।

প্রেমিকের হঠাৎ মৃত্যুতে মুষড়ে পড়েন শেহনাজ। বেশ কিছু দিন পর্দার বাইরে ছিলেন তিনি। ধীরে ধীরে ফিরেছেন সাধারণ জীবনে। এবার বিগ বস’—এর মঞ্চে ফিরে স্মৃতিকাতর(Unforgettable) হয়ে পড়েন তিনি। এই মঞ্চেই সিদ্ধার্থকে পেয়েছিলেন, আবার এই মঞ্চেই হারালেন।

কান্নায় ভেঙে পড়তে থাকা শেহনাজকে সান্ত্বনা দিতে তাকে আলিঙ্গন করেন সালমান খান। নিজেকে আটকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত কেঁদে ফেলেন সালমানও। রুমাল দিয়ে চোখের জল মোছার চেষ্টা করেন।

সিদ্ধার্থ প্রতিযোগী হিসেবে সালমনের সবসময় খুব পছন্দের ছিলেন। সিদ্ধার্থের অকাল প্রয়াণে গভীরভাবে ভেঙে পড়েছিলেন তিনিও।

প্রসঙ্গত গত বছরের অক্টোবরে সিদ্ধার্থকে নিয়ে ‘তু ইয়েহি হ্যায় (তুমি এখানেই আছ)’ শিরোনামে গান লিখেছিলেন শেহনাজ। আরও একবার সিদ্ধার্থের জন্য অনুষ্ঠানে এ গান গাইবেন তিনি। শেহনাজকে ফের ‘বিগ বস’-এর মঞ্চে দেখে আপ্লুত তার অনুরাগীরা।

যদিও সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর সাথে কিছুটা বিতর্কে জড়িয়ে ছিলেন সালমান খান। তবে তার কান্না দেখে এত টুকু বোঝা গেল অনেক বেশি ভালোবাসতেন সিদ্ধার্থ শুক্লা কে। সাথে যে শাহনাজও তার খুব প্রিয় সেটা আর বলার অপেক্ষা রাখে না, তাইতো সে নাচের কান্নাতে আপ্লুত হয়ে সালমানও কেঁদে ফেললেন।

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

About

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *