সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে দায়ের করা মামলার আলোকে রীতিমতো অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (police) গোয়েন্দা বিভাগ। আর এ অভিযানের এক পর্যায়ে চলতি মাসের গত ২১ জানুয়ারি আওয়ামী লীগ নেত্রী মাহবুবা নাসরীন রুপাসহ (Mahbuba Nasreen Rupa) দশজনকে গ্রেপ্তার করে পুলিশ (police)। এ সময়ে তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।
তবে এরই মধ্যে জানা গেল, রুপাসহ ১০ জনকে দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম তামান্না ফারাহ রোববার রমনা মডেল থানায় দায়ের করা মামলায় রুপাসহ (Rupa) ছয়জনকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে, কাফরুল থানায় দায়ের করা একটি মামলায় হিসাব নিয়ন্ত্রক কার্যালয়ের চাকরিচ্যুত কর্মকর্তা মাহমুদুল হাসান আজাদসহ চারজনের দুই দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আফনান সুমি।
এদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তারের পরপরই রুপার (Rupa) বিরুদ্ধে উঠে আসে একের পর চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই একের পর এক অনিয়মে জড়িয়ে পড়েন রুপা। ক্ষমতার অপব্যবহার করে যা খুশি তাই করে আসছিলেন তিনি।