Friday , September 20 2024
Breaking News
Home / Entertainment / ইচ্ছা ছিল না, আমি তো নাচতে নাচতে যাইনি, ফুটেজ দেখে ভয় পেয়েছি: পরীমনি
Pori Moni

ইচ্ছা ছিল না, আমি তো নাচতে নাচতে যাইনি, ফুটেজ দেখে ভয় পেয়েছি: পরীমনি

পরীমনি (Pori Moni) ঢাকাই সিনেমার বহুল আলোচিত ও জনপ্রিয় চেনা মুখ। তিনি নানা ইস্যুকে ঘিরে বর্তমান সময়ে আলোচনার শীর্ষে রয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরেও তিনি আলোচনায় ছিলেন। এবং তার প্রার্থীতাকে ঘিরেও নানা প্রশ্ন উঠেছে। তবে এই বিষয়ে বিস্তারিত বলেন পরীমনি নিজেই।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (Film Artists Association) ১৭তম নির্বাচন (election) শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে ইলিয়াস কাঞ্চন (Ilyas Kanchan)-নিপুন (Nipun) প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে প্রার্থী তালিকায় দেখা গেছে অভিনেত্রী পরীমণির নাম। কিন্তু তালিকায় তার নাম থাকলেও ভোটের দিন ছিল না এবং এফডিসিতে (FDC) যাননি। তাই তিনি ভোট দেওয়ার সুযোগ পাননি। নির্বাচনের ফলাফলেও তিনি হেরে গেছেন। তিনি ৭৯ ভোট পেয়েছেন। তবে পরীমনি জানিয়েছেন, তিনি ভোট দেননি। তাই ভোটে জয়-পরাজয়ের কি আছে। তিনি বলেন, আমি প্রার্থী হতে চাইনি। তা ছাড়া আমি তো নাচতে নাচতে প্রার্থী হতে যাইনি।। সবাই বলেন, তাই মনোনয়নপত্রে স্বাক্ষর করে প্রার্থী হয়েছি। কিন্তু শরীর খারাপ থাকায় ভোট দিতে চাইনি। আমি আগেই জানিয়ে দিয়েছি যে আমি ভোট দিচ্ছি না। শেষ দিন ১৬ জানুয়ারী, আমি প্যানেল সদস্যদের একজনকে তার প্রার্থিতা প্রত্যাহার করতে বলেছিলাম। তিনি কাজটি করেননি। এটাতে কোন সমস্যা নেই। কিন্তু বর্তমানে ক/রো/না সং/ক্র/ম/ণ বৃদ্ধির মধ্যে কেন্দ্রে ভোটের পরিবেশ দেখে আর এগোতে সাহস পাননি পরীমনি।

“সকালে ঘুম থেকে উঠে ফেইসবুকে টেলিভিশনের খবর এবং নির্বাচনের ভিডিও ফুটেজ দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। আমি আ/ত/ঙ্কি/ত। ছবিতে দেখলাম যে এই করো/না/য় কোনো স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে না। কারও মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্ব নেই। সবাই জড়োসড়ো হয়ে আড্ডা দিচ্ছে। ভোট দিতে কেন্দ্রে ঢুকছে সে। কী ভয়ানক পরিবেশ।’ মনে হচ্ছে সে তার মেকআপ দেখাতে মুখোশ পরেনি। পরী বলল, ‘তুমি যখন মেকআপ দেখাও স্ক্রিনে গিয়ে দেখান। ভোটকেন্দ্রে দেখানোর দরকার নেই। অনুষ্ঠানের আগে না ভোটের আগে জীবন? নির্বাচনের মাঠ দেখে আমি খুবই হতাশ।’ তারকা আরও বলেন, ‘আমার জীবন, আমার অনাগত সন্তানের জীবন আমার কাছে এক অমূল্য সম্পদ। তাই এমন পরিবেশে ভোট দিতে যাওয়ার ঝুঁকি নিতে চাইনি।’এদিকে পরীমনি বেশ কিছুদিন ধরে জ্বর-সর্দিতে ভুগছিলেন। তিনি এখন অনেকটাই সুস্থ। পরী বললো, “দুদিন ধরে জ্বর কমেছে, সর্দিও কমে গেছে। আমি এখন ভালো আছি।

২০১৫ সালে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জায়েদ খানের বিপরীথে “ভালোবাসা সীমাহীন” সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে রুপালী পর্দায় যাত্রা শুরু করেন পরীমনি। এরপর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এবং তার অভিনীত সিনেমা গুলো দর্শক মাঝে ব্যপক সাড়া ফেলেছে। বর্তমান সময়ে দেশ জুড়ে তার রয়েছে অসংখ্য ভক্ত-অনুরাগী।

About

Check Also

অবশেষে তারেক রহমানের সঙ্গে মৌসুমীর সেই আলোচিত ছবি নিয়ে মুখ খুললেন ওমর সানী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সঙ্গে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *