রাজনীতি
Hits: 1641
কাদের সিদ্দিকীর সাত দিনের আলটিমেটাম দেয়ার পর সখীপুর থানা পুলিশ আসামির নাম পরিবর্তন করেছেন। ওই মামলায় কাদের সিদ্দিকীর দলের নেতার নাম কেটে যুবদল নেতার নাম অন্তর্ভুক্ত করেছে পুলিশ।
এর আগে ৭ সেপ্টেম্বর নাশকতার পরিকল্পনার অভিযোগে সখীপুর থানার এসআই সাব্বির হোসেন বাদি হয়ে একটি মামলা করেন। এতে উপজেলা বিএনপির ১৫ ও কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মীর জুলফিকার শামীমকে আসামি করা হয়। এছাড়াও এ মামলায় অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।
আরো পড়ুন
Error: No articles to display
এরপর মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় ডাকবাংলো চত্বরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ এক প্রতিবাদসভার আয়োজন করে। সভায় কেন্দ্রীয় সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর-উত্তম সখীপুর থানার ওসিকে ৭ দিনের আল্টিমেটাম দেন। আল্টিমেটামে সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুলফিকার শামীমের নাম কেটে দেয়ার দাবি জানান তিনি।
কাদের সিদ্দিবী ওই দিন বিএনপির নেতাদের নামে দায়েরকৃত মামলাও প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন।
কাদের সিদ্দিকীর আল্টিমেটামের পরে পুলিশ মামলার এজাহার সংশোধন করেন ও মামলা থেকে কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মীর জুলফিকার শামীমের নাম বাদ দেন। সেখানে উপজেলা যুবদলের সহসভাপতি শামীম আল মামুনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবর রহমান গণমাধ্যমকে বলেন, মামলার এজাহার সংশোধন করা হয়েছে। ১৬ নম্বর আসামি হিসেবে জুলফিকার শামীম নামটি সংশোধন করে শামীম আল মামুন করা হয়েছে।
এদিকে এ মামলা নিয়ে উপজেলা যুবদলের সহসভাপতি শামীম আল মামুন বলেন, এই মামলায় আমার নাম না ছিল না। তবে পুলিশ নিজেদের ওপর চাপ কমানোর জন্য অন্যায়ভাবে আমার নাম সংযোজন করে দিয়েছে।