যুক্তফ্রন্টের চেয়ারম্যান, বিকল্পধারা বাংলাদেশের প্রধান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশ চরম স্বৈরাচার ও স্বেচ্ছাচারের কবলে পড়েছে। এই স্বেচ্ছাচারের হাত থেকে দেশকে বাঁচাতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তরুণরাই পারবে অহিংস আন্দোলনের মাধ্যমে একটি শান্তি সুখের বাংলাদেশ গড়তে।
বুধবার গুলশানের অল কমিউনিটি ক্লাবে বিকল্পধারার সহযোগী সংগঠন প্রজন্ম বাংলাদেশ’র ’রাজনৈতিক আন্দোলনে অহিংস কর্মসূচি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন

Error: No articles to display

বি. চৌধুরী বলেন, ’আমি তরুণদের নিয়ে অত্যন্ত আশাবাদী। বিশ্বে যত বড় বড় কল্যাণকর কাজ হয়েছে সব তরুণদের হাত ধরে হয়েছে। আমাদের ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন সব তরুণদের হাত ধরে হয়েছে। বর্তমানেও কোটাবিরোধী আন্দোলন করেছে তরুণরা, নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছে ১৪/১৫ বছরের কিশোররা। তাদের এ আন্দোলন ছিল সম্পূর্ণ অহিংস ও শান্তিপূর্ণ। তারপরও সরকার তাদের পুলিশ দিয়ে লাঠিপেটা করেছে। এই চরম স্বেচ্ছাচার ও স্বৈরাচারকে আর সহ্য করা যায় না। আমার বিশ্বাস ভবিষ্যতে বাংলাদেশে রক্তপাত, জ্বালাও-পোড়াও, হত্যা, গুম, গ্রেফতার, বুলেট, টিয়ার গ্যাসের সহিংস রাজনীতির স্থান দখল করে নিতে পারে অহিংস গণঅভ্যুত্থান।’
প্রজন্ম বাংলাদেশের প্রধান বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীর পরিচালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন- বিকল্পধারার ভাইসচেয়ারম্যান মঞ্জুর রাশেদ, যুগ্ম মহাসচিব আবদুর রউফ মান্নান, প্রজন্ম বাংলাদেশের নতুন সদস্য ইঞ্জিনিয়ার কাজী মো. মাসুদ আলম প্রমুখ। উপস্থিত ছিলেন বিকল্পধারার কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ, মাহবুব আলী, ব্যারিষ্টার ওমর ফারুক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রজন্ম বাংলাদেশের প্রধান মাহি বি. চৌধুরীর একটি ভিডিও ক্লিপস প্রদর্শন করা হয়। এই ভিডিওটিতে মূলত সংগঠনটির মূল লক্ষ উদ্দেশ্য তুলে ধরা হয়েছে। তাদের মূল স্লোগান’ লড়াই করার দিন শেষ/ শান্তি সুখের বাংলাদেশ’ এ বক্তব্য দিয়ে ভিডিওটি শেষ করা হয়েছে।-সারাবাংলা

News Page Below Ad

আরো পড়ুন

Error: No articles to display