রাজনীতি
Hits: 988
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক ড. জাফর ইকবাল। এ বিষয়ে রবিবার (৪ মার্চ) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা উপলক্ষে গুলিস্তানে লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই হামলা একটি চক্রান্ত। এই চক্রান্তকারীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে বিএনপি। কে ঘটনা ঘটিয়েছে, কারা কারা হামলাকারীকে দিয়ে ঘটনা ঘটিয়েছে- বিষয়টি ইতিমধ্যে পরিষ্কার।
ওবায়দুল কাদেরের এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। দেশের প্রথম সারির একটি গণমাধ্যমে প্রকাশিত এ বক্তব্যের সংবাদটির লিংক শেয়ার করেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে সংবাদটির লিংক শেয়ার করে ক্যাপশনে পার্থ লেখেন, \’মামলা, তদন্ত কিছুই আর প্রয়োজন নেই। সরাসরি রায় দিয়ে দিল কাদের সাহেব।\’
আরো পড়ুন
Error: No articles to display

উল্লেখ্য, শনিবার (৩ মার্চ) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড. জাফর ইকবালকে পেছন দিক থেকে মাথায় ছুরিকাঘাত করেন ফয়জুর নামে এক যুবক। হামলার পরপরই তাকে আটক করে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে শিক্ষার্থীরা। পরে রাত ৯ টায় হামলাকারী ফয়জুরকে র্যাব সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।