ভিন্ন খবর
Hits: 1433
পরিবেশ বাঁচানো নিয়ে আমরা মুখে বড় বড় কথা বলি কিন্তু
পরিবেশ যখন প্রায় বিপন্ন,আমরা যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ নষ্ট করি,তখন একটি পাখি শিক্ষিয়ে দিল কিভাবে পরিবেশ রক্ষা করতে হয়| দূষণের জেরে বারবারই আমজনতাকে সচেতন করা হচ্ছে৷ তবে নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধেই চলছে পরিবেশের উপর অত্যাচার৷ এই পরিস্থিতিতে একটি কাকই দিল পরিবেশ রক্ষার পাঠ৷
আরো পড়ুন
Error: No articles to display
সম্প্রতি এক ব্যক্তি একটি টুইট করেন৷ ওই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ তাতে দেখা যাচ্ছে রাস্তার পাশে রয়েছে ডাস্টবিন৷ তার উপরে এসে উড়ে বসল একটি কাক৷ মুখে ফাঁকা প্লাস্টিকের বোতল৷ ইচ্ছা হলে রাস্তাতেই মুখ থেকে ওই বোতলটি ফেলে দিতে পারত কাক৷ কিন্তু, নাহ! সে যে পরিবেশ সচেতন৷ তাই তো ফাঁকা বোতল কাক ফেলল নির্দিষ্ট জায়গায়৷ ডাস্টবিনেই বোতল ফেলে নীল আকাশে ডানা মেলল পরিবেশের বন্ধু৷ এই ভিডিওই ভাইরাল হয়ে যায় নিমেষেই৷
ভিডিওটি এ পর্যন্ত ২০ লাখ ৮৮ হাজার বার দেখা হয়েছে। রি-টুইট করেছেন ৬৭ হাজারের বেশি। পছন্দ করেছেন দেড় লাখেরও বেশি জন।
কাককে আমরা কুৎসিত প্রাণী হিসেবেই চিনি। কাককে ঝাড়ুদার পাখি বলা হয়।পরিবেশবিদদের দাবি কাক এছাড়াও পরিবেশের জন্য আরও অনেক ভাল কাজ করে|
অনেকেই মন্তব্যে লিখেছেন, শিক্ষার কোনো বয়স নেই| সেক্ষেত্রে পাখি, পশুদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়|