ভিন্ন খবর
Hits: 1094
গত সপ্তাহে কানসাস সিটির চিলড্রেন মার্সি হাসপাতাল ঘোষণা করেছিল, ২০১৯ সালের শেষ দিকে হাসপাতালের ৩৬ জন নার্সকে তারা মা হিসেবে পাচ্ছেন।
আরো পড়ুন
Error: No articles to display
মার্কিন গণমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ২০১৯ সালের বিভিন্ন সময়ে ওই ৩৬ নার্স মা হচ্ছেন বলে খবর প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে হাসপাতালের ফেসবুক পেজে ৩৬ জন নার্সের ছবিও পোস্ট করা হয়েছে।
ছবিতে দেখা গেছে, ২০ শিশুসহ মা নার্সরা দাঁড়িয়ে আছেন। তাদের সঙ্গে মা হওয়ার অপেক্ষায় থাকা বাকি ১৬ জন নার্সও আছেন।
একই হাসপাতালে কাজ করেন তারা। শুধু তাই নয়, ৩৬ নার্সই কাজ করেন হাসপাতালের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তারা সবাই একই সময়ে গর্ভবতী হয়েছেন। ২০১৯ সালেই সবাই মা হচ্ছেন। এমন আশ্চর্যজনক ঘটনাটি ঘটছে যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাস সিটিতে।
ওই নার্সদের ছবি শেয়ার করে বলা হয়েছে, ’আমাদের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রের নার্সরা যারা দিন-রাত পরিশ্রম করেন, তাদের বেশি করে যত্নের প্রয়োজন।’
’আমাদের ক্রমবর্ধমান আইসিএন পরিবারকে অভিনন্দন !!’, পোস্টে আরও বলা হয়।
চিলড্রেন মার্সির মতে, ২০ জন শিশুর জন্ম খুব কাছিকাছি সময়ে হয়েছে। তাদের মধ্যে দুজন মেয়ে শিশু রয়েছে। আগামী ১৫ ডিসেম্বর সর্বশেষ শিশুটি জন্ম নেবে বলে আশা করা হচ্ছে।
তবে ওই ইউনিটে কতজন নার্স কাজ করেন সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে গত ৭ জানুয়ারি প্রথম মা হয়েছেন আলিসন রোনকো (৩২) নামের এক নার্স। তিনি একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন, যার নামা হেনরি। এর পর গত ৯ ফেব্রুয়ারি সারাহ কারবোনিয়া (২৭) নামে আরেক নার্স বেন নামে এক ছেলে সন্তানের জন্ম দেন।