Tuesday , December 31 2024
Breaking News
Home / National / ক্ষমতা অব্যাহত থাকলে ভবিষ্যতে ত্রাণ নেওয়ার মত কাউকে পাওয়া যাবে না, বললেন সাংসদ

ক্ষমতা অব্যাহত থাকলে ভবিষ্যতে ত্রাণ নেওয়ার মত কাউকে পাওয়া যাবে না, বললেন সাংসদ

গতকাল ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে জেলেদের মাঝে বাছুর বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে অদূর ভবিষ্যতে দেশে ত্রাণ বা অনুদান নেয়ার লোক খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, দেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে বাড়বে মাথাপিছু আয়।’

এসময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। যার সুফল পাচ্ছে সব শ্রেণি-পেশার মানুষ।’

উক্ত অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

About Ibrahim Hassan

Check Also

মারা যায়নি আবু সাঈদ, আছেন ফ্রান্সে রনির এমন মন্তব্যে নিয়ে যা জানা গেল

সম্প্রতি টিকটকে পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও শেয়ার করা হয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *