প্রতিবছরই দেশের বিশিষ্ট সব ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে দেয়া হয়ে থাকে স্বাধীনতা পুরষ্কার। প্রতিবছর দেশের জন্য অবদান রাখা সেই সব ব্যক্তিদের সন্মানিত করার জন্যই এই আয়োজন করা হয়ে থাকে। আর এরই ধারাবাহিকতায় ৮ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে চলতি বছরের স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক পুরস্কারে ভূষিতদের হাতে পদক তুলে দেন।

আরো পড়ুন

Error: No articles to display

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে অংশ নেন। ভার্চুয়াল অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন ও রেডিও চ্যানেল সরাসরি সম্প্রচার করে।

এ বছর পুরস্কার পেয়েছেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দাস্তগীর গাজী বীর প্রতীক, প্রয়াত কমান্ডার (অব.) আবদুর রউফ, প্রয়াত মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান।

চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির। সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার পুরস্কার পেয়েছেন।

এছাড়া, শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছে।

বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে বেশ কিছু পুরষ্কার দেয়া হয়ে থাকে। আর এই পুরষ্কারের মধ্যে সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার এই স্বাধীনতা পুরষ্কার। আর এই পুরষ্কার দেয়া শুরু হয়েছে ১৯৭৭ সাল থেকে। আর সেই থেকে এই পর্যন্ত প্রতিবছরই দেয়া হয় এই সন্মাননা।

News Page Below Ad

আরো পড়ুন

Error: No articles to display