Friday , September 20 2024
Breaking News
Home / Countrywide / সতর্ক করে মন্ত্রী বললেন, আমার বন্ধু তালিকায় থাকা দুইজন এমন কাজ করেছেন ও ব্লকড হয়েছেন
Mustafa Jabbar

সতর্ক করে মন্ত্রী বললেন, আমার বন্ধু তালিকায় থাকা দুইজন এমন কাজ করেছেন ও ব্লকড হয়েছেন

সম্প্রতি গত বেশকিছু দিন আগেই এক ‘চেক’ সংক্রান্ত বিষয় নিয়ে দেশজুড়ে বেশ আলোচনায় আসেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার (Minister Mustafa Jabbar)। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (Facebook) একটি স্ট্যটাস দিয়ে এ ঘটনার তীব্র প্রতিবাদও করতে দেখা যায় তাকে। তবে এ ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও সংবাদ মাধ্যমের শিরোনামে এলেন তিনি।

জানা গেল, এবার তিনি তার এক ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্টকারীদের বিরুদ্ধে দিলেন কঠোর এক সতর্কবার্তা। ‘জয় বাংলা’ কিংবা বাংলাদেশের অগ্রগতির কথা থাকে এমন কোনো পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেয়া হলে তাদেরকে ব্লক করবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে মন্ত্রী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

পাঠদের উদ্দেশ্যে তা স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:-

‘আমার কোনো পোস্ট জয় বাংলা বা বাংলাদেশের (Bangladesh) অগ্রগতির কথা বললেই কেউ কেউ হা হা করে প্রতিক্রিয়া দেন। আমি বুঝি জয় বাংলা স্লোগান বা দেশের সামনে যাওয়া তাদের পছন্দ নয়। আমার বন্ধু তালিকায় যারা আছেন তাদের দুএজন এমন কাজ করেছেন ও ব্লকড হয়েছেন।’। ‘

তিনি আরও লিখেছেন, ভবিষ্যতেও এমন কাজ করলে ব্লক করা হবে। আমি আমার অনুসারীদেরকেও সতর্ক করে দিচ্ছি যে এই ধরনের আচরণ না করতে, অন্তত আমার ওয়ালে নয়। আমাকে পছন্দ না হলে সরে যান। কেউ আপনাকে ডেকেও আনেনি বা আসতে বাধ্যও করেনি। আমি আমার নীতিতে অটল আছি এবং থাকব। ‘

এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে (Social media) তার আরেকটি পোস্টকে কেন্দ্র করে অনেকেই বুঝতে পেরেছেন, বাংলা ভাষার প্রতি তার আসলে কতটা টান এবং ভালোবাসা। সেহেতু যাই হোক না কেন, নিজের নীতির প্রতি সর্বদা অবিচল থাকার অঙ্গিকার করেছেন তিনি।

About

Check Also

আ.লীগ ও তৃণমূল থেকে বিএনপিতে যোগদানের হিড়িক

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিএনপিতে যোগদানের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *