চলছে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। সোমবার (৩০ জুলাই) সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। তবে ভোট গ্রহণের পূর্বে বিএনপির পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করার অভিযোগে নগরীর বিনোদপুর ইসলামিয়া কলেজে অবস্থান নেন মেয়র প্রার্থী বুলবুল। সোমবার সকাল আটটার দিকে নগরীর স্যাটেলাইট কেন্দ্রে ভোট প্রদানের কথা থাকলেও দুপুর ১টা পর্যন্ত তিনি একই স্থানে অবস্থান নেন।

আরো পড়ুন

Error: No articles to display

জানা গেছে, সোমবার সকালে নগরীর বিনোদপুর ইসলামিয়া কলেজে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়। পরবর্তীতে ধানের শীষের ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়া হয় এমন অভিযোগে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল চারজন কর্মী সমর্থকদের নিয়ে পৌছেন। পরে তার পোলিং এজেন্টদের পুনরায় প্রবেশ করার আদেশ দিলেও তারা বুথে প্রবেশ করেনি। রাজশাহী নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন,  ’এটা নির্বাচন নয়, একাত্তর সালের যুদ্ধ চলছে’। নির্বাচনের নামে ছেলেখেলা চলছে বলেও অভিযোগ কেন তিনি।’
আজ সোমবার সকাল ১১টার দিকে মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সরকারি শহীদউদ্দিন জনকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের বুলবুল জানান,  এর আগে ২৪ নম্বর ওয়ার্ডের এই ভোটকেন্দ্রে তিন নারী পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল। পরে তার তত্ত্বাবধানে ওই কেন্দ্রে পোলিং এজেন্ট বসানো হয়।
এ সময় নিজ দলের নেতাকর্মীরা তাকে ভোট কেন্দ্রের পরিস্থিতি বয়ান করার সময় তিনি বলেন, ’এটা নির্বাচন নয়। ৭১ সালের যুদ্ধ চলছে।’

News Page Below Ad

আরো পড়ুন

Error: No articles to display