সম্প্রতি এফডিসি নির্বাচনে জায়েদ খানের(Zayed Khan) কাছ থেকে মুনমুনের(Moonmoon) ভোটের((vote) জন্য টাকা খাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এফডিসি নির্বান নিয়ে গত কয়েকদিন যাবত চলছে আলোচনা-সমালোচনা সেইসাথে উত্তেজনা। মুনমুনের এই টাকা খাওয়ার ঘটনা নিয়ে তৈরি হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা। এর উত্তরে মুনমুন একটা ফেসবুকে লাইভ করেছিল সেখানে তিনি নানানভাবে বলেছিলেন তিনি কোনোভাবেই টাকা খাননি সাথে বলেছিলেন আরো অনেক কথা। সম্প্রতি সেই ভিডিও মুছে ফেলেছেন মুনমুন।
টাকা দিয়ে ভোট(vote) দেওয়ার অভিযোগের বিরুদ্ধে ফেসবুক লাইভে(live) নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী(Actress) মুনমুন। সেখানে তিনি জায়েদ খানের(Zayed Khan) কাছ থেকে টাকা নিয়ে ভোট দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। যদিও এই ভিডিও পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি তা মুছে দেন। মুনমুনের(Moonmoon) ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিওটি আর দেখা যায় না।
এর আগে রোববার (৩০ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন মুনমুন। এফডিসিতে(FDC) জায়েদ খানের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে অভিনেত্রী বলেন, আপনি আমার নামে অন্যায় কথা বলছেন। আমি কি রাস্তায় দাঁড়িয়ে টাকা দিয়ে ভোট দেব? আমি কি রাস্তার মানুষ? ইলিয়াস কাঞ্চন(Ilyas Kanchan) ভাইকে দেখলাম সাক্ষাৎকারে বলছেন, আমার হাতে একটা টাকার খাম(money envelope)। এটা সত্য নয়।
এ বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য ইউটিউবারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন মুনমুন। তিনি বলেন, ইউটিউবারকে(YouTubers) বিশ্বাস করে তাদের টাকা আয়ের পথ দিচ্ছেন কেন? এতে গণমাধ্যমের সাংবাদিকদের(journalists) ক্ষতি হচ্ছে। শুধু এফডিসি(FDC) নয়, সর্বত্রই মানুষের জীবনকে ‘নরক(hell)’ বানিয়ে দিচ্ছে এই ইউটিউবাররা।
হঠাৎ কেন তাহলে ভিডিও(video) মুছে ফেলল মুনমুন যদি টাকা নাই খেয়ে থাকবে, এমন প্রশ্ন এখন গোটা আমজনতার। তাহলে কি সত্যিই মুনমুন টাকা খেয়েছিল! এসব প্রশ্নের উত্তর এখন ধোঁয়াশার মত। যদিও লাইভ ভিডিও ডিলিট করার ব্যাপারে এখনও মুনমুনের সাথে কোন ভাবে কথা বলা সম্ভব হয়নি। কি কারণে তিনি লাইভ ভিডিও ডিলিট করেছেন সে ব্যাপারেও কোন খবর গণমাধ্যমকে তিনি দেননি। এখন হয়তো প্রশ্নের উত্তর খুঁজতে অপেক্ষা করতে হতে পারে আরো কিছু সময়।