জন সিনা, এই নামটি মানুষকে চিনে না বিশ্বে এমনতর মানুষ খুজে পাওয়া দুষ্কর। ডব্লিউডব্লিউইর বদৌলতে সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন এই মানুষটি। তবে এবার শোনা গেল দুঃখের সংবাদ। ডব্লিউডব্লিউই ( WWE) এর রিংয়ে আর দেখা মিলবে না জনপ্রিয় রেসলিং সুপারস্টার জন সিনাকে। সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে এ ঘোষণা দেন তিনি নিজেই।

আরো পড়ুন

Error: No articles to display

বর্তমানে সিনেমা নিয়েই ব্যস্ত সময় পার করছেন ১৬ বারের এ বিশ্ব চ্যাম্পিয়ন। দীর্ঘ ১৫ মাসের বিরতি শেষে গত জুলাইয়ে ডব্লিউডব্লিউই-এর মঞ্চে দেখা মেলে তার। তবে সিনেমার শিডিউলের কারণে শুধু শুক্রবারের জনপ্রিয় অনুষ্ঠান স্ম্যাকডাউনেই দেখা মিলত বিশ্বখ্যাত এই রেসলারের।

এদিকে, এক বিবৃতিতে ডব্লিউডব্লিউই জানিয়েছে, ’আমাদের জানানো হয়েছে সিনেমা সূচির কারণে সিনাকে আর পাওয়া যাবে না। তার পুনরায় ফেরারও কোনো নিশ্চয়তা নেই।’

চলতি বছরের শুরু থেকে রেসলিংয়ের পাশাপাশি সুইসাইড স্কোয়াড সিনেমার প্রচারণায় বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন সিনা। এছাড়া চুক্তিবদ্ধ হয়েছেন ম্যাথু ভনের নতুন গোয়েন্দা সিনেমা আর্গাইলেতে।

২০০২ সালে তৎকালীন ডব্লিউডব্লিউএফের (বর্তমান ডব্লিউডব্লিউই) মঞ্চে অভিষেক হয় জন সিনার। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে জিতেছেন মোট ২১টি একক শিরোপা। ১৬ বার বিশ্ব চ্যাম্পিয়ন, পাঁচবার মার্কিন চ্যাম্পিয়নের পাশাপাশি চারবার বিশ্ব ট্যাগ খেতাব জেতেন তিনি।

বর্তমানে সিনা ব্যস্ত সময় পাড় করছেন সিনেমা নিয়ে। একজ সময়ের সতীর্থ রকের পথেই হাটছেন তিনি। করেছেন বেশ কিছু সিনেমাও। যা হয়েছে ব্যাপক দর্শক প্রিয়।সুতরাং বলা যেতেই পারে এবার তিনি পুরোদুস্তর নায়ক হয়ে যাচ্ছেন হলিউডের।

News Page Below Ad

আরো পড়ুন

Error: No articles to display