Monday , December 23 2024
Breaking News
Home / Entertainment / মাস্কের আড়ালে হৃতিককে চেনা গেলেও সংশয় তৈরি হয় তার প্রেমিকাকে নিয়ে, অবশেষে জানা গেল পরিচয়
Hrithik Roshan

মাস্কের আড়ালে হৃতিককে চেনা গেলেও সংশয় তৈরি হয় তার প্রেমিকাকে নিয়ে, অবশেষে জানা গেল পরিচয়

হৃত্বিক রোশন(Hrithik Roshan) বলিউডের অন্যতম জনপ্রিয় একজন সুপারস্টার। স্বভাবতই তিন খানের সমকক্ষ হিসেবেই তাকে রাখা হয়। অভিনয় এর সাথে সাথে সুদর্শন দেহ এবং অসাধারণ ডান্স পারফরম্যান্স এর মাধ্যমে কেড়েছেন দর্শকদের হৃদয় বারবার। বলিউডে নাচের কথা বলতে গেলেই হৃত্বিকের নামটা সবার আগেই চলে আসে মানুষের মুখে। জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহল রয়েছে সাধারণ মানুষের। সাত বছর আগে ব্রেকআপ হয়েছিল তার প্রাক্তন এর সাথে, তবে সাত বছর পরে এবার দেখা গেল তার নতুন গার্লফ্রেন্ডকে।

২০১৪ সালে বলিউড(Bollywood) সুপারস্টার হৃতিক রোশন(Hrithik Roshan) সেলসুজান খানের(Salesujan Khan) সাথে ব্রেক আপ করেন। এরপর আর কারো প্রেমে পড়ার খবর পাননি তিনি। আসলে সে হয়তো নিজের মধ্যেই লুকিয়ে রেখেছিল। এবার বেরিয়ে এল হৃতিকের প্রেমের খবর। হৃতিকের কথা জানেন তার ভক্তরা!

সম্প্রতি এক রহস্যময় ব্যক্তির সঙ্গে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন হৃতিক। রেস্তোরাঁ(restaurant) থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিরা(paparazzi) তাকে ঘিরে ধরে। মুখোশের আড়ালে ঋত্বিক পরিচিত হলেও ওই নারীর পরিচয় নিয়ে সংশয় তৈরি হয়।

পাপারাজ্জিদের সামনে মহিলার হাত ধরে গাড়িতে উঠেন হৃতিক। এই মহিলাটি কে? ভিডিওটি ভাইরাল হওয়ায় কিছু নেটিজেন মনে করছেন ওই মহিলা সাবা আজাদ(Saba Azad)। তাদের একাংশের ভাবনার সঙ্গে জড়িত অভিনেতা। সাবা নিজেই একজন অভিনেত্রী। তাকে বেশ কয়েকটি ওটিটি সিরিজে(OTT series) দেখা গেছে। যদিও হৃতিক বা সাবা কেউই এ বিষয়ে মন্তব্য করেননি।

হৃতিক রোশনের ঘনিষ্ঠ বন্ধু নাম প্রকাশ না করার শর্তে পোর্টালকে বলেছেন যে হৃতিক ওরফে ডগ্গু(Daggu) সবসময় তার ব্যক্তিগত জীবন(personal life) গোপন রাখতে চেয়েছিলেন। বেশ কিছুদিন ধরেই উদীয়মান অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে গোপনে সম্পর্ক বজায় রাখছিলেন হৃতিক। আর সেই সম্পর্ককে পাবলিক করার সময় এসেছে। তারা একটি মহান দম্পতি।

যদিও হৃত্বিক তার ব্যক্তিগত ব্যাপারে সংবাদমাধ্যম বা গণমাধ্যমে কিছু বলতে নারাজ। তবে ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে পাওয়া খবর যে এটা বলে দেয় এখন আর হৃত্বিক একানয়। তবে হৃতিককি নতুন বিয়ের কথা ভাবছে! এমন প্রশ্ন রয়েছে অনেকেরই মনে। এসব প্রশ্নের উত্তর একমাত্র হৃত্বিক রোশন নিজেই দিতে পারে। তাইতো এখন প্রশ্নের উত্তর খুঁজতে অপেক্ষার পালা।

About

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *