Monday , December 23 2024
Breaking News
Home / Entertainment / নিপুণ আপুর কাছে চুমু চাইছে, এর নামে আমি মামলা করে দিবো: হিরো আলম (ভিডিও)
Hero Alam

নিপুণ আপুর কাছে চুমু চাইছে, এর নামে আমি মামলা করে দিবো: হিরো আলম (ভিডিও)

শিল্পী সমিতির(Artists Association) নির্বাচনের পর থেকেই আবারও আলোচনার শীর্ষে এখন হিরো আলম(Hero Alam)। শিল্পী সমিতির নির্বাচনের দায়িত্বে থাকা পীরজাদা হারুনের(Peerzada Harun) বিরুদ্ধে সব অভিযোগ এর সাথে সাথেই এবার হিরো আলম ও অভিযোগ তুলে ধরলেন। এমনকি মামলা করার হুমকিও দিয়েছেন। সম্প্রতি নিপুণকে চুমু খাওয়ার কথা বলা সহ নানান বিষয় নিয়ে হিরো আলমকে এফডিসিতে(FDC) প্রবেশে বাধা দেওয়া সহ আরো বেশ কয়েকটি কারণ নিয়ে এবার অভিযোগ তুলেছেন বিতর্কিত নায়ক(Controversial hero) হিরো আলম।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার(Acting Election Commissioner) পীরজাদা হারুনের(Peerzada Harun) বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন হিরো আলম(Hero Alam)। এফডিসিতে(FDC) শিল্পী সমিতির নির্বাচনের(election of artists association) দিন শুধু শিল্পী ও ভোটের সঙ্গে জড়িতদের এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়। ভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এফডিসি কর্তৃপক্ষ। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো তা মানতে রাজি নয়। পীরজাদা হারুন ও এফডিসির এমডির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছে তারা। এ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন(press conference) হয়েছে।

মামলার হুমকি দিয়ে হিরো আলম বলেন, নির্বাচনের দিন চলচ্চিত্র প্রযোজক-পরিচালকদের এফডিসিতে ঢুকতে দেওয়া হয়নি। নিপুন(Nipun) আবার তার বোনকে চুমু খেতে চায়। কি লজ্জা! এমন মানুষ এফডিসিতে থাকলে চলচ্চিত্রের উন্নতির চেয়ে ক্ষতিই বেশি হবে। এমন ব্যক্তিকে জেলে রাখা উচিত। এ কারণে আমাকে হয়রানি করা হয়েছে। সে আমাকে অপমান করেছে, অসম্মান করেছে। এ নামে মামলা করব। ‘

গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন(Elias Kanchan) এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান(Zayed Khan) জয়ী হয়েছেন।

পীরজাদা হারুন অনেকটাই কোণঠাসা এই মুহূর্তে এফডিসিতে। নানান প্রশ্নের সম্মুখীন এখন হারুন। তবে এখন আলোচনার বিষয় হিরো আলমের হুমকি। বিতর্কিত এবং বিনোদন দান করা এই নায়ক এখন কি করতে পারে সেটাই দেখার কৌতুহল মানুষের। এখন দেখার বিষয় শেষমেষ হিরো আলম পীরজাদা হারুনের বিরুদ্ধে মামলা(Case) করেন কিনা। তবে এ ব্যাপারে এখনও পীরজাদা হারুনের মুখ থেকে কিছু শোনা যায়নি।

About

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *