Friday , September 20 2024
Breaking News
Home / Countrywide / হেলিকপ্টারে আমার মেয়েকে নিতে এসেছে, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে : শ্বশুর
Helicopter wedding

হেলিকপ্টারে আমার মেয়েকে নিতে এসেছে, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে : শ্বশুর

পিতা-মাতার কাছে সবচেয়ে মূল্যবান বস্তুটি হলো সন্তান। কোনো বাবা-মা’ই চান না তার সন্তানের খারাপ হোক। বরং সন্তানকে নিয়ে মনে মনে অনেক স্বপ্নই একে থাকেন তারা। কেউ হতে চান ডাক্তারের বাবা, আবার কেউ হতে চান পাইলটের (Pilot)। এমনকি ছেলের বিয়ে নিয়েও অনেক পরিকল্পনা থাকে বাবা-মায়ের। আর সেই ধারাবাহিকতায় এবার এমনই একটি ঘটনা ঘটলো কুমিল্লার (Comilla) নাঙ্গলকোটের জোড্ডা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে।

বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে (Helicopter) চড়ে বিয়ে (Marriage) করে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন নিশ্চিন্তপুর গ্রামের প্রবাসী জালাল আহমেদের ছেলে মো. জাকির হোসেন।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় বোনজামাই, ভাই ও মা-বাবাকে নিয়ে হেলিকপ্টারে বিয়ে করতে যান জাকির হোসেন। কনের বাড়ি একই ইউনিয়নের ধামুরপাড়া গ্রামে। এসময় হেলিকপ্টারে বরযাত্রা দেখতে এলাকায় শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় করেন।

জানা গেছে, জাকির হোসেন (Zakir Hossain) একজন ব্যবসায়ী। তিনি স্থানীয় ভোক্তা বাজারে হার্ডওয়্যারের ব্যবসা করেন। এলাকায় তার একাধিক মাছ ধরার প্রকল্পও রয়েছে। তার বাবা জালাল আহমেদ কুয়েত প্রবাসী (Kuwait)। বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বিয়ের উদ্যোগ নেন তিনি। একই ইউনিয়নের ধামুরপাড়া গ্রামের ডা. গিয়াস উদ্দিনের মেয়ে ফারজানা আঁখিকে বিয়ে করেন জাকির।

কুয়েত প্রবাসী জালাল আহমেদ জানান, জাকির তার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে বড়। (কুয়েত) তার দীর্ঘদিনের শখ ছিল তার বড় ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করানোর। শখ পূরণে রাজধানী ঢাকা (Dhaka) থেকে তিন লাখ ৫০ হাজার টাকায় একটি হেলিকপ্টার ভাড়া নেন তিনি। হেলিকপ্টারে ছেলের বিয়ে। ছেলেকে এভাবে বিয়ে দিতে পেরে তিনি খুশি।

এদিকে হেলিকপ্টারে চড়ে জামাইকে বিয়ে করতে আসতে দেখে আনন্দের বন্যা বইতে শুরু করে কনের পরিবারের মাঝেও। এমনকি এতে বেশ খুশি হয়েছেন শ্বশুর ডা. গিয়াস উদ্দিনও। এ ব্যাপারে তিনি সংবাদ মাধ্যমকে জানান, তিনি অত্যন্ত আনন্দিত যে, তার মেয়েকে হেলিকপ্টারে করে নিতে এসেছে।

About

Check Also

আ.লীগ ও তৃণমূল থেকে বিএনপিতে যোগদানের হিড়িক

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিএনপিতে যোগদানের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *