দেশের তুমুল আলোচিত ব্যক্তিবর্গের মধ্যে অন্যতম একটি নাম ‘হেলেনা জাহাঙ্গীর’ (Helena Jahangir)। রাজনীতির পাশাপাশি ব্যক্তিগত নানা বিষয়কে কেন্দ্র করে প্রায় সংবাদ মাধ্যমের (News media) শিরোনামে দেখা যায় এ নামটি। আর সেই ধারাবাহিকতার মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি। জানা গেছে, প্রথমবারের মতো একটি চলচ্চিত্রে (Movies) অভিনয় করেছেন হেলেনা জাহাঙ্গীর (Helena Jahangir)। তার অভিনীত ঐ চলচ্চিত্রটির নাম ‘ভাইয়ারে’।
এ প্রসঙ্গে হেলেনা জাহাঙ্গীর বলেন, ‘প্রথমবারের মতো অভিনয় করেছি। এই সিনেমার গল্প আমার জীবনের সঙ্গে মিলে গিয়েছে। ইচ্ছা আছে, ভালো কোনো চরিত্র পেলে অভিনয় করব।’
আগামীতে সিনেমা নির্মাণে আগ্রহী হেলেনা জাহাঙ্গীর। তিনি বলেন, আমি একটি চলচ্চিত্র নির্মাণ করতে চাই। বঙ্গবন্ধুকে (Bangabandhu) নিয়ে সিনেমা বানানো আমার শখ। আমাদের নেত্রী যে উন্নয়ন করেছেন আমরা সেটা নিয়ে সিনেমা বানাতে চাই। পরে দেশ নিয়ে, রাষ্ট্রকে নিয়ে, পিছিয়ে পড়া মানুষদের নিয়ে সিনেমা বানালে বিনিয়োগ করব। যৌথ প্রযোজনায় সিনেমা বানানো যায় কি না, তা দেখার জন্য ভারতের সঙ্গে আলোচনা করছি। ‘
এদিকে বর্তমানে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির (Bangladesh Film Industry) অবস্থা অনেকটা হতাশাজনক। ভালো সিনেমার অভাবে রীতিমতো ধসে পড়েছে দেশের অনেক সিনেমা হল। তাই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে আবার আগের জায়গায় নিতে কাজ করে চলেছে শিল্পীরা।