১৮ ফেব্রুয়ারী শুক্রবার রংপুরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী সাংবাদিকদের বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই দেশে তেল, চিনি ও ডালের মূল্য বাড়ানো হয়েছে। তাই মূল্য নিয়ন্ত্রণে সরকারের কিছুই করার নেই।’
এছাড়াও দেশে পর্যাপ্ত আলু উৎপাদন হচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে রপ্তানি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বছর ৫১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার আলু উৎপাদন, ব্যবহার ও রপ্তানির বিষয়ে সজাগ রয়েছে।
এসময় তিনি আরও বলেন, ‘প্রতিনিয়ত আন্তর্জাতিক বাজারে এসব নিত্যপণ্যের দাম বাড়ছে। এমন অবস্থায় দ্রব্যমূল্য কমাতে হলে ভর্তুকি দিতে হবে।’
ট্যারিফ কমিশনের মাধ্যমে ১৬৮ টাকা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে। সিন্ডিকেটের বিষয়েও লক্ষ্য রাখা হচ্ছে বলেও এসময় জানান বাণিজ্যমন্ত্রী।
অবহেলিত জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে টিপু মুনশি বলেন, রংপুর অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে রংপুরে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ২০ কোটি টাকা দেব। শুধু টাকা দিলেই হবে না, এটাকে বাঁচিয়ে রাখতে হবে। সকল স্তরের মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে ক্যান্সারের চিকিৎসা পায়, সেজন্য ব্যবস্থা নিতে হবে।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল খাদ্যদ্রব্য়ের মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষরা নানাবিধ আর্থিক সংকটে আছেন।