ডাক্তারী পেশা একটি মহৎ পেশা। আর এই পেশায় অনেকেই হয়েছেন সফল আবার অনেকে হয়েছেন ব্যার্থ। কিন্তু সম্প্রতি বিশ্ব জুড়ে এই চিকিৎসক পেশার মধ্যেই সৃষ্টি হয়েছে নতুন এক আলোড়ন। আর এই আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশেরই একজন চিকিৎসক। যার নাম জেসি হক।
ইংল্যান্ডের এমআরসিপি (মেম্বারশিপ অব দ্য রয়েল কলেজেস অব ফিজিশিয়ান্স অব দি ইউনাইটেড কিংডম) পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ চিকিৎসক মাহমুদুল হক জেসি (ডা. জেসি হক)। বিশ্বের চিকিৎসকদের মর্যাদাপূর্ণ ১ হাজার নম্বরের এ পরীক্ষায় ৯০৬ নম্বর পেয়ে বিশ্বের সব প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয়েছেন বাংলাদেশি তরুণ চিকিৎসক। নিকট অতীতে পৃথিবীতে ৯০০ নম্বরের বেশি পাওয়ার ঘটনা দুর্লভ। বর্তমানে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত তিনি।

আরো পড়ুন

Error: No articles to display


পাঠ্য বইয়ের বাইরেও জেসি হক করেছেন ব্যাপক পড়া-শুনা। তার বাসায় রয়েছে অন্তত ৮ লাখ টাকার বই। তবে শুরুর দিকে রাজধানীর নিউমার্কেটের একটি দোকান থেকে বই এনে এনে পড়তেন।পরশ পাবলিশার্স নামের ওই দোকানের মালিক একজন চিকিৎসকের বইয়ের এত খোঁজাখুঁজি দেখে মুগ্ধ হন। জেসি হকের যখন যা ভালো লাগতো তাই তিনি ওই দোকান থেকে নিয়ে আসতেন। পরে তার বাবা এসে তা পরিশোধ করে দিতেন।আর সেই থেকেই শুরু তার এ জগতে পথ চলা। বর্তমানে তিনি সফলদের একজন।

News Page Below Ad

আরো পড়ুন

Error: No articles to display