বেশি কিছু দিন নয় সম্প্রতি চালু হয়েছে ইভিএম(EVM) এ ভোট দেওয়া। তবে ইভিএম ভোট নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। প্রায় সময়ই দেখা যায় ভোটারদের আঙ্গুলের ছাপ(Fingerprint) মেলেনা। কখনো বা দেখা যায় সাবান দিয়ে হাত ধুয়ে এসে চেষ্টা করতে। তবে এবার মিলল ভিন্ন রকমের ঘটনা। ইভিএমে আঙ্গুলের ছাপ না মেলায় বালিতে(Sand) হাত ঘষছেন বৃদ্ধা(Old lady)। এই ঘটনা ঘটেছে কুমিল্লার(Comilla) মুরাদনগরে(Muradnagar)।
ষষ্ঠ ধাপে কুমিল্লার মুরাদনগর ও মনোহরগঞ্জ(Manoharganj) উপজেলার(upazilas) ২৪টি ইউনিয়নে(union) ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। প্রতিটি ভোটকেন্দ্রে পুরুষের চেয়ে নারীর উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।
তবে ব্যতিক্রমী চিত্র দেখা গেছে মুরাদনগরের নবীপুর(Nabipur) পূর্ব ইউনিয়নের নজরুল একাডেমি কেন্দ্রে(Nazrul Academy Center)। ফিরোজা খাতুন নামের ৬৫ বছর বয়সী এক নারীকে ইভিএমে ভোট দিতে বালিতে আঙুল ঘষতে দেখা গেছে।
ফিরোজা খাতুন(Firuza Khatun) ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাখরনগর গ্রামের মৃত শবদর আলীর(Shabdar Ali) স্ত্রী।
তিনি বলেন, আমি ভোট দিতে চাই। দিতে না পারলে মরে গিয়েও শান্তি পাবো না। ভোট দিতে গত রাতে নামাজ(prayer), কোরআন(Quran) তেলাওয়াতসহ বিভিন্ন ইবাদত করেছেন তিনি। সেরেরা বলেছেন আমি বালিতে আঙুল ঘুরিয়ে ভোট দিতে পারি। তাই আমি দোলনা করছি. যাই হোক, এই ভোট দিয়ে মরতে চাই। জীবনে আর কোন দুঃখ থাকবে না। ‘
দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার(presiding officer) দিদার হোসেন(Didar Hossain) জাগো নিউজকে বলেন, আমরা শতভাগ ভোট পেতে সর্বোচ্চ চেষ্টা করছি। আঙুল একটি সমস্যা, বিশেষ করে নারী ভোটের ক্ষেত্রে। যারা মেলেনি তাদের শেষ মুহূর্তে আবার চেষ্টা করা হবে বলে জানান তিনি।
কুমিল্লার(Comilla) দুই উপজেলার মধ্যে মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে ২১টি এবং মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১টিতে সংরক্ষিত সদস্যসহ ৪টি পদে ভোটগ্রহণ চলছে।
চেয়ারম্যান(chairman), সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে একমাত্র প্রার্থী হওয়ায় এ উপজেলার ৩টি ইউনিয়নের ৪টি সদস্য পদ ছাড়া বাকি সব ইউনিয়ন বিনা ভোটে নির্বাচিত হয়েছে।
বিপুলারসার ইউনিয়নে তিনটি সংরক্ষিত আসনে, সাধারণ সদস্য পদে নয়টি, মাইসাতুয়া ইউনিয়নে ছয়টি ও ঢালম উত্তর ইউনিয়নে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ববি(Bobby)।
ভোট(Vote) না দিতে পারলে জীবনে মরেও শান্তি পাবেন না বৃদ্ধা, অনেকটা আবেগে আপ্লুত সে। তাইতো হাত ঘষছেন বালিতে। ইভিএম ভোট দানের সমস্যা এটা নতুন কিছু নয় শুরু থেকেই লেগে আছে এমন সমস্যা। তবে সমস্যা নিরসনে কাজ করা হলেও এখনো পর্যন্ত কোনো আশানুরূপ ফল পাওয়া যায়নি। এখন দেখার বিষয় পরবর্তীতে এর জন্য নতুন কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা।