এবার নির্বাচন কমিশনার (Election Commissioner) কে এম নুরুল হুদা ১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের (Badiul Alam Majumdar) বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশন (Election Commissioner) বিটের সাংবাদিকদের (Journalist) সাথে মতবিনিময় কালে তিনি এই অভিযোগ জানান।
তিনি বলেন, সংবিধান (Constitution) লঙ্ঘন করে ৬৯০ দিন পর নির্বাচন করেছে তারা। তিনি বলেন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ রয়েছে। সাবেক সিইসি শামসুল হুদা কিসের ভিত্তিতে বদিউল আলমকে কমিশনে চাকরি দিয়েছিলেন সেই প্রশ্নও তলেন তিনি।
এ সময়ে দায়িত্বে থাকা-কালীন কারো কাছে অবনত হননি দাবি করে সাংবাদিকদের সিইসি নূরুল হুদা (Nurul Huda) সাংবাদিকদের আরও জানান, ৪২ বিশিষ্ট নাগরিক যে অভিযোগ এনেছেন সেটিও মিথ্যা।