প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাবার পর থেকেই মো. জাকির হোসেন প্রায় আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে আলোচনায় আসেন।আজ শনিবার প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন আকস্মিক পরিদর্শনে গিয়েও ছুটি না নিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষককে শোকজ করেছেন।
প্রতিমন্ত্রী প্রথমে মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে ৪২ শিক্ষকের মধ্যে পাঁচ শিক্ষককে অনুপস্থিত পান। হাজিরা খাতায় এদিন তাদের স্বাক্ষর পাওয়া যায়নি। বিনা ছুটিতে তারা অনুপস্থিত থাকায় শোকজের নির্দেশ দেয়া হয়। শোকজের যথাযথ উত্তর না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।

আরো পড়ুন

Error: No articles to display

এরপর আরো দুটো স্কুলে গিয়ে রীতিমতো বিস্মিত হন প্রতিমন্ত্রী। প্রকাশ করেন ক্ষোভ।

এরপর তিনি সামাজিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে গিয়ে দেখেন ছোট পরিসরে এ বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ে চারজন শিক্ষক রয়েছেন। ১০-১২ জন শিক্ষার্থী নিয়ে চলছে। এটি দেখে মো. জাকির হোসেন দুঃখ প্রকাশ করেন। দ্রুত এ বিদ্যালয়টির অবস্থা কীভাবে পরিবর্তন করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলেন।

পরে ফকিরাপুল টিঅ্যান্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। এ বিদ্যালয়ে সাতজন শিক্ষকের উপস্থিতি পান। শিক্ষার্থী রয়েছে মাত্র ১৪-১৫ জন । তা শুনে প্রতিমন্ত্রী ক্ষিপ্ত হন। সাতজন শিক্ষক দিয়ে মাত্র ১৫ জন শিক্ষার্থী কেন, তা জানতে চান। এ এলাকায় ভালো মানের স্কুল থাকায় সরকারি বিদ্যালয়ে ছেলে-মেয়েরা ভর্তি হতে চায় না বলে জানান শিক্ষকরা। কীভাবে শিক্ষার্থী বাড়ানো যায় সে বিষয়ে ব্যবস্থা নিতে টিঅ্যান্ডটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আজ আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচ শিক্ষককে শোকজ করেছি। আগামী সাতদিনের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য,গত ৩০ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে ক্লাস কার্যক্রমের নতুন সময়সীমা নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনূযায়ী, ঢাকা মহানগরীতে সকাল ৮টা থেকে বিকেল পৌনে ৩টা ও মফস্বলে ৯টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। তবে গ্রীষ্ফ্মকালীন সময়ে সারাদেশে সকাল ৭টা থেকে বেলা সোয়া ২টা পর্যন্ত ক্লাস করানো নির্দেশনা দেয়া হয়।

News Page Below Ad

আরো পড়ুন

Error: No articles to display