Friday , September 20 2024
Breaking News
Home / Entertainment / আইটেম গানে বলিউডের এই নায়িকাদের পারিশ্রমিকের পরিমান
Bollywood

আইটেম গানে বলিউডের এই নায়িকাদের পারিশ্রমিকের পরিমান

বলিউড (Bollywood) নায়িকারা সিনেমায় অভিনয়ের পাশাপাশি অনেক ক্ষেত্রেই সিনেমার আইটেম গানেও অংশগ্রহন করে থাকেন। অবশ্যে এক্ষেত্রেও তারা মোটা অঙ্কের অর্থ পেয়ে হয়ে থাকে। সম্প্রতি বলিউডের আইটেম গানে অংশগ্রহনকারী বেহস কয়েকজন অভিনেত্রীদের পারিশ্রমিকের পরিমান উঠে এসেছে প্রকাশ্যে।

বলিউড-টলিউড (Bollywood-Tollywood) সিনেমায় দর্শক বাড়াতে আইটেম গানের দিকে ঝুঁকছেন নির্মাতারা। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ডিএনএ-র এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমায় ‘আইটেম গান’-এর ধারণা বলিউড থেকেই। ছবির ‘রুচি’ বাড়াতে নায়িকাদের দিয়ে আইটেম গান তৈরি করতে কোটি কোটি টাকা খরচ করেন বলিউডের প্রযোজকরা। একটি আইটেম গানের দৃশ্যায়ন করতে প্রযোজকদের অনেক টাকা খরচ করতে হয়। আপনি কি জানেন সামান্থা রুথ প্রভু, নোরা ফাতেহি বা ক্যাটরিনা কাইফ একটি আইটেম গানের জন্য কত টাকা নেন?জানাগেল বিস্তারিত।

সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Lord)
সামান্থা রুথ প্রভু তেলেগু ব্লকবাস্টার ‘পুষ্প: দ্য রাইজ’-এর ‘ও আন্তাভা’-এর সুরে নেচে সবাইকে বিমোহিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এবিপির প্রতিবেদনে বলা হয়, এই গানটির জন্যই দক্ষিণী অভিনেত্রীকে পারিশ্রমিক দেওয়া হয়েছে ৫ কোটি রুপি।

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)
‘আইটেম সং’ নিয়ে খুব একটা আগ্রহী নন দীপিকা পাড়ুকোন। তবে নিজের ছবি থাকলে ভাবতে পারেন। নিজের ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’-এর একটি আইটেম গানে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। শোনা যাচ্ছে, ‘লাভলি হো গে ইয়ার’ শিরোনামের গানে নাচের জন্য দীপিকাকে ৮ কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হয়েছিল।

প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)
প্রিয়াঙ্কা চোপড়া সঞ্জয় লীলা বানসালির ‘গালিও কি রাসলীলা রাম-লীলা’-এর একটি আইটেম গানে ৬ কোটি টাকায় নেচেছিলেন।

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)
হৃতিক রোশন ও প্রিয়াঙ্কা চোপড়ার ‘অগ্নিপথ’-এ অতিথি তারকা ছিলেন ক্যাটরিনা কাইফ। একটি গানেই দেখা গেছে তাকে। তবে সিনেমার চেয়ে ‘চিকনি চামেলি’ শিরোনামের আইটেম গানটি বেশি হিট। এই গানে অভিনয়ের জন্য ক্যাট পারিশ্রমিক পান ৩.৫ কোটি রুপি।

সানি লিওন (Sunny Leone)
বলিউডের অনেক আইটেম গানে দেখা গেছে সানি লিওনকে। দর্শক জরিপ বলছে, ‘বেবি ডল’ আইটেম গানটি তার সব কাজের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। তবে এই গানে নাচের জন্য নামমাত্র পারিশ্রমিক নেন সানি। কিন্তু তখন তাকে একটি ছবির একটি আইটেম গানে নিতে ৩ কোটি টাকা দিতে হয় প্রযোজকদের।

নোরা ফাতেহি (Nora Fatehi)
নোরা ফাতেহি, যিনি প্রায়শই ‘দিলবার’ বা ‘কুসু কুসু’-এর মতো আইটেম গানে নাচেন। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি জানায়, যেকোনো ছবিতে আইটেম গানের জন্য ৫০ লাখ টাকা নেন ফতেহি।

প্রায় সময় নানা বিষয় নিয়ে বলিউড তারকারা ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনা-সমালোচনার সম্মুখীন হয়ে। অবশ্যে তারকা ব্যক্তিদের অভিনয় জগতের পাশাপাশি এবং ব্যক্তি জীবনের নানা বিষয় ও তারকাদের উপার্জনের বিষয়ে কৌতূহলির জের ধরে তারকাদের নানা ধরনের তথ্য প্রকাশ্যে এসে থাকে।

About

Check Also

অবশেষে তারেক রহমানের সঙ্গে মৌসুমীর সেই আলোচিত ছবি নিয়ে মুখ খুললেন ওমর সানী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সঙ্গে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *